ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষুব্ধ যাত্রীরা বলছেন: ‘এয়ার এ্যাষ্ট্রা এয়ারলাইনের সার্ভিস খুবই বাজে বিএমইটির প্রশাসন শাখায় গড়ে উঠেছে বদলী বানিজ্যর সিন্ডিকেট: ৯ কর্মকর্তা বদলী মুচলেকায় ছাড়া পেলেন ৩৭ লাখ টাকাসহ আটক প্রকৌশলী আমিরাতে ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব না: রাষ্ট্রদূত তারেক আহমদ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত নারীর প্রতি সহিংসতা : হেল্প অ্যাপে জানালেই সেটা এফআইআর হবে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিব সৌদির বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে জিসিসি মহাসচিবের সাক্ষাত বিমানবন্দর রেলস্টেশনে নারী যাত্রীর কন্যা সন্তান প্রসব হজের নিবন্ধনের সময় বাড়লো ৭ দিন

লটারিতে প্রায় ৩ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী মোহাম্মদ

  • আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / 180
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জনপ্রিয় মাহজুজের র‌্যাফল ড্রতে মোহাম্মদ নামে এক প্রবাসী বাংলাদেশি ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন, যা বাংলাদেশি প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকার সমান। খবর খালিজ টাইমস

মাহজুজের এই র‌্যাফল ড্র প্রতি সপ্তাহেই অনুষ্ঠিত হয়।

এতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার (২৫ মার্চ) ১২১তম র‌্যাফল ড্র করেছেন মাহজুজ। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে এক ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন  প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ। তার র‌্যাফল আইডি নম্বর ছিল ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে ১০ লাখ দিরহাম লটারি জিতেছেন।

 

জানা গেছে প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজের র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন, আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। পুরস্কারের জন্য ঘোষিত আরও ৫টি নম্বরের সঙ্গে মিল পেয়েছেন ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারী। তারা প্রত্যেকে আড়াই শ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার টাকা) করে পেয়েছেন।

এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে অংশগ্রহণকারীরা সাপ্তাহিক পুরস্কার ছাড়াও বিভিন্ন স্বর্ণ পুরস্কার জেতার আশা করতে পারেন। শনিবার এর প্রথম ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন ম্যারি গ্রেস। তার র‌্যাফেল আইডি নম্বর ছিল ৩২৩৫৯৩২২। তিনি ১০০ গ্রাম ওজনের স্বর্ণ মুদ্রা জিতেছেন। আর আগামী সপ্তাহের ভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন ২০০ গ্রাম সোনা জেতার সুযোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লটারিতে প্রায় ৩ কোটি টাকা জিতলেন দুবাই প্রবাসী মোহাম্মদ

আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জনপ্রিয় মাহজুজের র‌্যাফল ড্রতে মোহাম্মদ নামে এক প্রবাসী বাংলাদেশি ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন, যা বাংলাদেশি প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকার সমান। খবর খালিজ টাইমস

মাহজুজের এই র‌্যাফল ড্র প্রতি সপ্তাহেই অনুষ্ঠিত হয়।

এতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার (২৫ মার্চ) ১২১তম র‌্যাফল ড্র করেছেন মাহজুজ। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে এক ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন  প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ। তার র‌্যাফল আইডি নম্বর ছিল ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে ১০ লাখ দিরহাম লটারি জিতেছেন।

 

জানা গেছে প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজের র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন, আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। পুরস্কারের জন্য ঘোষিত আরও ৫টি নম্বরের সঙ্গে মিল পেয়েছেন ১ হাজার ৫২ জন অংশগ্রহণকারী। তারা প্রত্যেকে আড়াই শ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার টাকা) করে পেয়েছেন।

এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে অংশগ্রহণকারীরা সাপ্তাহিক পুরস্কার ছাড়াও বিভিন্ন স্বর্ণ পুরস্কার জেতার আশা করতে পারেন। শনিবার এর প্রথম ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন ম্যারি গ্রেস। তার র‌্যাফেল আইডি নম্বর ছিল ৩২৩৫৯৩২২। তিনি ১০০ গ্রাম ওজনের স্বর্ণ মুদ্রা জিতেছেন। আর আগামী সপ্তাহের ভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন ২০০ গ্রাম সোনা জেতার সুযোগ।