বাংলাদেশিসহ ৭ অভিবাসীকে ফেরত পাঠাল রোমানিয়া
- আপডেট সময় : ১০:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / 46
ইউরোপের দক্ষিণপূর্বাঞ্চলের দেশ রোমানিয়ার সীমান্ত পুলিশ দক্ষিণ এশিয়ার তিনটি দেশের সাতজন অভিবাসীকে পুলিশি প্রহরায় নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গত ২ নভেম্বর থেকে ৪ নভেম্বরের মধ্যে ফেরত পাঠানোর এই অভিবাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এছাড়া বাকিদের মধ্যে পাঁচজন শ্রীলঙ্কান এবং একজন আফগান। বৃহস্পতিবার রোমানিয়ার অভিবাসন বিষয়ক দপ্তর (আইজিআই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সাত অভিবাসীকে কয়েকটি আলাদা ফ্লাইটে দেশটির ক্লুজ নাপোকা আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুখারেস্টের হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
চলতি বছরের এপ্রিল থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচল অঞ্চল শেনেজেন জোনে প্রবেশের পর থেকেই দেশটির অভিবাসন পুলিশ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশটিতে আসা নিয়মিত অভিবাসীদের মধ্যে যারা নিয়োগকর্তা কিংবা অন্যান্য কারণে অনিয়মিত হয়ে পড়েন, তারা অনিয়মিত উপায়ে লরি কিংবা কোনো গাড়িতে চড়ে হাঙ্গেরি হয়ে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে চান।
কিন্তু সীমান্তগুলোতে বুলগেরিয়া, তুরস্ক এবং রোমানিয়ার যৌথ টহলে ধরা পড়েন অভিবাসীরা৷ সীমান্তে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি সিদ্ধান্ত জারি করে কর্তৃপক্ষ। ইনফোমাইগ্রেন্টস।