নিকলীতে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 102
মোঃ হাবিব মিয়া, নিকলী
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ – প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় যুব দিবস ২০২৪ উপলেক্ষে র্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১নভেম্বর) ২০২৪ সকাল ১১ টায় নিকলী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে
র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার জি.এম. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ইউ ডি এফ দুর্গা রানী সাহা,
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,
উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা সমবায় অফিসার
সালেহা খাতুন,উপজেলা তথ্য সেবা অফিসার
তাসলিমা ফেরদৌসী,উপজেলা নারী উদ্যোক্তা শাইলা আক্তার, সাংবাদিক মোঃ হাবিব মিয়া সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক হিমেল আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বক্তব্য বলেন, দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সাথে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং এর মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।