কোম্পানীগঞ্জে ১১৭ দরিদ্র পরিবারকে অর্থ সহায়তা
- আপডেট সময় : ১২:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 174
নিজস্ব প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
সিলেটের কোম্পানীগঞ্জে তেলিখাল এবং উত্তর রনিখাই ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ অতি দরিদ্র পরিবারে আয় বৃদ্ধিতে ১১৭ অতিদরিদ্র পরিবারের মাঝে নগদ ২৯২৫০০০ অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।বিশেষ অতিথি হিসবে ইপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আসিফ খান রাজিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিদ্যুৎ কান্তি দাস,উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান- মো: ফয়জুর রহমান তেলিখালের ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মনিরুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার হীরক তালুকদার সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আবিদা সুলতানা বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের এই আর্থিক সহায়তায় অতি দরিদ্র মানুষ দারিদ্রতা থেকে বের হয়ে আসবে। উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ইসলামিক রিলিফের মাধ্যমে যে টাকা পাবেন সে টাকার সঠিক ব্যবহার করবেন। আয় বৃদ্ধিমূলক কাজে লাগিয়ে নিজেদের উপকার করবেন।
এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওহিদুল ইসলাম ডিপিএম সুপ্রিম এশিয়া প্রকল্প। উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুল হাই আরিফ, প্রকল্প কর্মকর্তা,সুপ্রিম এশিয়া প্রকল্প।