কোম্পানীগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 150
নিজস্ব প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে ৪নং ইছাকলস ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় কোম্পানীগঞ্জের বাগজুর বাজারে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া ও উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদিরের যৌথ সঞ্চালনায়,ইছাকলস ইউনিয়ন বিএনপি নেতা খয়রুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা-দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জনি, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম,।
সহ সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শামীম আজাদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল
বাশার বাদশা। কর্মী সভা শুরুর আগে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভায় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মী সহ সারা দেশের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। জনগণের বাকস্বাধীনতা ছিনিয়ে নিয়ে মানুষকে নির্যাতন করেছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রীরা পালিয়ে গেলেও স্বৈরাচারের সুবিধাভোগী প্রশাসনের কর্তাব্যক্তি ও নেতাকর্মীরা ঘরে-বাইরে মাথাচাড়া দিয়ে উঠছে। ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পারলে ছাত্র-জনতার বিপ্লবের অর্জন বিপন্ন হবে বলে বক্তারা উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা রমজান আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজ উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আইন উল্লাহ, ইছাকলস ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দিলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সদস্য নজরুল ইসলাম, ইছাকলস ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ইছাকলস ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বুধন মিয়া, ইছাকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান,বিএনপি নেতা মাসুক আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা জিসাস সিনিয়র সহসভাপতি আব্দুল আলীম মাখন,তাজ উদ্দিন,সেলিম আহমদ সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।