অভিবাসন ও মানবপাচার বন্ধে দুই দেশ একসঙ্গে কাজ করা উচিত

- আপডেট সময় : ০৯:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / 144
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইউরোপসহ বিভিন্ন দেশের অবৈধ মানবপাচারে লিবিয়াকে ব্যবহার করছে মানবপাচারকারীরা। অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে। আমরা মানবপাচারকে সমর্থন করি না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। এটি বন্ধ করার জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত সালিমান লিবিয়ার সমাজে বাংলাদেশি কর্মী বাহিনীর অবদানের কথা স্বীকার করে বলেন, দেশে বিশেষ করে কৃষিক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি।
প্রধান উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করার জন্যও রাষ্ট্রদূতকে আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশ পারস্পরিক সুবিধার জন্য লিবিয়া থেকে তেল আমদানি করতে পারে কিনা তাও জানতে চান।