বায়রা নির্বাচন নিয়ে পক্ষ-বিপক্ষ সোচ্চার
- আপডেট সময় : ১২:১৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 44
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :
বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে রিক্রুটিং এজেন্সীর মালিকদের সংগঠন বায়রা সদস্যরা একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।
এক পক্ষ চাচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড ঘোষিত তারিখেই নির্বাচন সম্পন্ন করতে। আরেকপক্ষ বলছে, বর্তমান নির্বাচন পরিচালনা বোর্ড দিয়ে কোনভাবেই বায়রা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। এমন দাবী জানিয়ে বায়রায় প্রশাসক নিয়োগের দাবী জানিয়ে আসছে। এনিয়ে দলাদলির পর এখন উভয় পক্ষ আদালতের শরনাপন্ন হয়েছেন বলে বায়রার সদস্যরা জানিয়েছেন।
এদিকে নতুন করে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো নিয়ে পুরনো সিন্ডিকেট সদস্যরা নিজেদের মধ্য কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছেন। এক পক্ষ আরেকপক্ষকে সিন্ডিকেটের হোতা দাবী করে মিডিয়ায় বক্তব্য বিবৃতি দেয়া শুরু করেছে। এই অবস্থায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে মালয়েশিয়ার প্লানটেশন সেক্টরে কর্মী পাঠাতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে।