ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূ‌র্তে পেছাল ঢাকা-দিল্লি যৌথ পরামর্শ সভা

  • আপডেট সময় : ০৮:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / 350
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সোমবার (৩০ মে) নয়া দি‌ল্লি‌তে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাক‌লেও শেষ মুহূ‌র্তে এসে তা স্থ‌গিত কর‌া হ‌য়ে‌ছে। ত‌বে জুন ম‌া‌সেই এ সভা অনুষ্ঠিত হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ঢাকা পোস্টকে তথ‌্যটি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এ সভায়। একইসঙ্গে আশা করা হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের বিষয়টিও চূড়ান্ত হবে এ সভা থেকে।

মাশফি বিনতে শামস জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাপ ক‌রে সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন বৈঠক এখন কর‌বেন না। এটা‌কে আমি ঠিক স্থ‌গিত বলব না, ক‌য়েকটা দিন প‌রে হ‌বে। ত‌বে জে‌সি‌সি বৈঠক জুন মা‌সেই হ‌বে।

সচিব মাশফি ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী গৌহাটিতে নদী বিষয়ক বৈঠক শেষ ক‌রে ঢাকায় ফির‌বেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাপ ক‌রে এ সভা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। 

 

সোমবার নয়া‌দি‌ল্লিতে জেসিসি সভা হওয়ার কথা ছিল। ওই বৈঠ‌কের প্রস্তু‌তি নি‌য়ে প্রতি‌নি‌ধি দলসহ শুক্রবার ঢাকা ছা‌ড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. মো‌মেন। এরইমধ্যে তা পেছানোর সিদ্ধান্ত এলো। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে গৌহা‌টি‌তে নদী বিষয়ক বৈঠকে রয়েছেন।

২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি বৈঠক হয়। সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ঢাকার নেতৃত্বে জেসিসি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সপ্তম জেসিসি বৈঠক নিয়ে বার বার অনিশ্চয়তা দেখা যায়। প্রায় ১৮ মাস পরে সপ্তম বারের মতো বৈঠকে বসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, এখন আবার তা পিছিয়েও গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেষ মুহূ‌র্তে পেছাল ঢাকা-দিল্লি যৌথ পরামর্শ সভা

আপডেট সময় : ০৮:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

আগামী সোমবার (৩০ মে) নয়া দি‌ল্লি‌তে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাক‌লেও শেষ মুহূ‌র্তে এসে তা স্থ‌গিত কর‌া হ‌য়ে‌ছে। ত‌বে জুন ম‌া‌সেই এ সভা অনুষ্ঠিত হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ঢাকা পোস্টকে তথ‌্যটি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এ সভায়। একইসঙ্গে আশা করা হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের বিষয়টিও চূড়ান্ত হবে এ সভা থেকে।

মাশফি বিনতে শামস জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাপ ক‌রে সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন বৈঠক এখন কর‌বেন না। এটা‌কে আমি ঠিক স্থ‌গিত বলব না, ক‌য়েকটা দিন প‌রে হ‌বে। ত‌বে জে‌সি‌সি বৈঠক জুন মা‌সেই হ‌বে।

সচিব মাশফি ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী গৌহাটিতে নদী বিষয়ক বৈঠক শেষ ক‌রে ঢাকায় ফির‌বেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলাপ ক‌রে এ সভা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। 

 

সোমবার নয়া‌দি‌ল্লিতে জেসিসি সভা হওয়ার কথা ছিল। ওই বৈঠ‌কের প্রস্তু‌তি নি‌য়ে প্রতি‌নি‌ধি দলসহ শুক্রবার ঢাকা ছা‌ড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. মো‌মেন। এরইমধ্যে তা পেছানোর সিদ্ধান্ত এলো। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে গৌহা‌টি‌তে নদী বিষয়ক বৈঠকে রয়েছেন।

২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি বৈঠক হয়। সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ঢাকার নেতৃত্বে জেসিসি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সপ্তম জেসিসি বৈঠক নিয়ে বার বার অনিশ্চয়তা দেখা যায়। প্রায় ১৮ মাস পরে সপ্তম বারের মতো বৈঠকে বসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, এখন আবার তা পিছিয়েও গেল।