প্রতিশোধ নিচ্ছে রাশিয়া: ইউক্রেন
- আপডেট সময় : ০৪:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / 165
রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কোভা বৃহস্পতিবার রাতে ডুবে গেছে। গত বুধবার বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউক্রেনের দাবি, জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল মস্কোভায়।
নাতালিয়া হিউমেনুক নামের এই কর্মকর্তা বলেন, এটা শুধুমাত্র রাশিয়ার জাহাজে আঘাত নয়, বরং শত্রুর রাজকীয় আকাঙ্খায় আঘাত।
শুক্রবার গণমাধ্যমে ব্রিফিংয়ে এই কর্মকর্তা বলেন, মস্কোভাতে আক্রমণ করার পর আমরা বুঝতে পারছিলাম, তারা আমাদের ক্ষমা করতে পারবে না।
৪৮৫ নাবিকের মিসাইল ক্রুজার মস্কোভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক বিবেচনা করা হতো। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এই যুদ্ধজাহাজ। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।
ইউক্রেনীয় বাহিনীর বর্ণনা অনুসারে, আগুন লাগার পর রাশিয়ার অন্য জাহাজগুলো মস্কোভাকে সহায়তা করতে চেষ্টা করছিল। কিন্তু প্রকৃতিও ছিল ইউক্রেনের পক্ষে। ঝড়ের কারণে তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি।