পদ্মার এক কাতল চল্লিশ হাজার টাকায় বিক্রি

- আপডেট সময় : ০৬:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 6
মো: শাজাহান শেখ :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ধরা একটি কাতল মাছ চল্লিশ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ২৪ কেজি। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে মাছটি বিক্রি করেন দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
এর আগে গতকাল বুধবার (৭ মে) সন্ধ্যায় বিশাল আকারের কাতলটি ধরাপড়ে মানিকগঞ্জের আন্ধার মানিক এলাকার জেলে রফিক হলদারের জালে। পরে বিক্রি করতে ওই রাতেই মাছটি গোয়ালন্দের দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে যান তিনি। সেখানে ২৪ কেজি ওজন মেপে ১৬শ টাকা কেজি দরে স্থানীয় মাছব্যবসায়ী শাজাহান শেখের কাছে ৩৮ হাজার ৪০০ টাকায় কাতলটি বিক্রি করেন জেলে রফিক। কেনার পর বেশি দামে বিক্রির আশায় তাঁজা মাছটি নদীতে জিইয়ে রাখেন ব্যবসায়ী শাজাহান। পরদিন আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে মাছটি দেখিয়ে তিনি ১৭শ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকায় কাতলটি বিক্রি করেন।
দৌলতদয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পদ্মা নদীর বিভিন্ন মাছ জেলেদের কাছ থেকে কিনে অনলাইনে তা আমি দেশের বিভন্ন স্থানে নিয়মিত বিক্রি করি। চব্বিশ কেজি ওজনের পদ্মার ওই কাতলটি আমি সিলেট শহর এলাকার এক প্রবাসীর কাছে আমি বিক্রি করেছি। এতে দুই হাজার চার শ টাকা আমার লাভ হয়েছে।
নিউজটি শেয়ার করুন
