ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস দৌলতদিয়ায় সন্ত্রাসী কায়দায় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে জেলেদের বিক্ষাভ ও মানববন্ধন কনে দেখতে গিয়ে নিখোজ যুবকের লাশ নদী থেকে উদ্ধার ৪২৩ যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্য ঢাকা ছেড়েছে ইউএস বাংলার প্রথম ফ্লাইট অনুসন্ধানী প্রতিবেদন: গোয়ালন্দ পৌরবাসি জন্মলগ্ন থেকেই সুবিধাবঞ্চিত ঢাকায় প্রবাসীদের কল্যানে প্রবাসী হাসপাতাল প্রতিষ্টা করা হবে : ড. আসিফ নজরুল বাংলাদেশী পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুর্নবহালের সিদ্ধান্ত প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা চারুকলায় পুড়লো ফ্যাসিস্টের প্রতিকৃতি, ঘটনাস্থল পরিদর্শন পুলিশ কমিশনারের জাপানে ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন

দৌলতদিয়ায় সন্ত্রাসী কায়দায় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে জেলেদের বিক্ষাভ ও মানববন্ধন

  • আপডেট সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 91
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শাজাহান শেখ, জেলা প্রতিনিধি, রাজবাড়ী

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সন্ত্রাসী কায়দায় জেলেদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলে ও মৎস্যজীবি আড়ৎদার ব্যবসায়িরা।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল মহাসড়কের পাশে মাছ বাজার এলাকার বাইপাস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দৌলতদিয়া মাছ বাজার থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়ৎদার মো. মোহন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ৎদার আনোয়ার খা, রেজাউল করিম, গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল বেপারীসহ দুই শতাধিক জেলে ও ব্যবসায়ী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পদ্মা ও এর আশপাশের বিলে প্রায় সহস্রাধিক জেলে দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে আসে। আগে শতকরা ১ টাকা হারে খাজনা আদায় করা হতো। বর্তমান ইজারাদার তা বাড়িয়ে হঠাৎ শতকরা ৫টাকা করেছে। অথচ পাশ্ববর্তী নদীর ওপারে আরিচা,পাটুরিয়া সহ বিভিন্ন এলাকায় শতকরা ১ খাজনা নেয়া হয়। জেলেরা বাড়তি খাজনা না দিতে চাইলে শরিফুল ইসলাম, হাসান শেখ, বাহাউদ্দিন, রতন সরদার সহ প্রায় ২০-৩০ জন গুন্ডাবাহিনী নিয়ে এসে জেলেদের কাছ থেকে টাকা পয়সা মারধর করে কেড়ে নেয়া হয়। এতে জেলেরা বাধা দিতে চাইলে নদী থেকে মাছ কেড়ে নেওয়ার হুমকি দেয়া হয়।
অতিরিক্ত খাজনা আরোপের ফলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হয়ে পড়ছে। যা বাজার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা জানান, ইজারাদারদের এ অনিয়ম চলতে থাকলে দৌলতদিয়া বাজারে মাছের যোগান কমে যাবে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে দৌলতদিয়া বাজার ব্যবসায়ি পরিষদের সভাপতি মোহন মন্ডল বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন অনৈতিক ভাবে অতিরিক্ত খাজনা আদায় করছে। এটা প্রান্তিক জেলে মাছ ব্যবসায়ীদের প্রতি জুলুম করছে। এটা বন্ধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দৌলতদিয়ায় সন্ত্রাসী কায়দায় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে জেলেদের বিক্ষাভ ও মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

শাজাহান শেখ, জেলা প্রতিনিধি, রাজবাড়ী

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সন্ত্রাসী কায়দায় জেলেদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলে ও মৎস্যজীবি আড়ৎদার ব্যবসায়িরা।

রোববার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল মহাসড়কের পাশে মাছ বাজার এলাকার বাইপাস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দৌলতদিয়া মাছ বাজার থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়ৎদার মো. মোহন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ৎদার আনোয়ার খা, রেজাউল করিম, গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল বেপারীসহ দুই শতাধিক জেলে ও ব্যবসায়ী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পদ্মা ও এর আশপাশের বিলে প্রায় সহস্রাধিক জেলে দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে আসে। আগে শতকরা ১ টাকা হারে খাজনা আদায় করা হতো। বর্তমান ইজারাদার তা বাড়িয়ে হঠাৎ শতকরা ৫টাকা করেছে। অথচ পাশ্ববর্তী নদীর ওপারে আরিচা,পাটুরিয়া সহ বিভিন্ন এলাকায় শতকরা ১ খাজনা নেয়া হয়। জেলেরা বাড়তি খাজনা না দিতে চাইলে শরিফুল ইসলাম, হাসান শেখ, বাহাউদ্দিন, রতন সরদার সহ প্রায় ২০-৩০ জন গুন্ডাবাহিনী নিয়ে এসে জেলেদের কাছ থেকে টাকা পয়সা মারধর করে কেড়ে নেয়া হয়। এতে জেলেরা বাধা দিতে চাইলে নদী থেকে মাছ কেড়ে নেওয়ার হুমকি দেয়া হয়।
অতিরিক্ত খাজনা আরোপের ফলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হয়ে পড়ছে। যা বাজার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা জানান, ইজারাদারদের এ অনিয়ম চলতে থাকলে দৌলতদিয়া বাজারে মাছের যোগান কমে যাবে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে দৌলতদিয়া বাজার ব্যবসায়ি পরিষদের সভাপতি মোহন মন্ডল বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন অনৈতিক ভাবে অতিরিক্ত খাজনা আদায় করছে। এটা প্রান্তিক জেলে মাছ ব্যবসায়ীদের প্রতি জুলুম করছে। এটা বন্ধ করা হবে।