দৌলতদিয়ায় সন্ত্রাসী কায়দায় অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে জেলেদের বিক্ষাভ ও মানববন্ধন

- আপডেট সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 91
শাজাহান শেখ, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সন্ত্রাসী কায়দায় জেলেদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলে ও মৎস্যজীবি আড়ৎদার ব্যবসায়িরা।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল মহাসড়কের পাশে মাছ বাজার এলাকার বাইপাস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দৌলতদিয়া মাছ বাজার থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়ৎদার মো. মোহন মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ৎদার আনোয়ার খা, রেজাউল করিম, গোয়ালন্দ জেলে সমবায় সমিতির সভাপতি ইছাক সরদার, সাধারণ সম্পাদক অছেল বেপারীসহ দুই শতাধিক জেলে ও ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পদ্মা ও এর আশপাশের বিলে প্রায় সহস্রাধিক জেলে দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে আসে। আগে শতকরা ১ টাকা হারে খাজনা আদায় করা হতো। বর্তমান ইজারাদার তা বাড়িয়ে হঠাৎ শতকরা ৫টাকা করেছে। অথচ পাশ্ববর্তী নদীর ওপারে আরিচা,পাটুরিয়া সহ বিভিন্ন এলাকায় শতকরা ১ খাজনা নেয়া হয়। জেলেরা বাড়তি খাজনা না দিতে চাইলে শরিফুল ইসলাম, হাসান শেখ, বাহাউদ্দিন, রতন সরদার সহ প্রায় ২০-৩০ জন গুন্ডাবাহিনী নিয়ে এসে জেলেদের কাছ থেকে টাকা পয়সা মারধর করে কেড়ে নেয়া হয়। এতে জেলেরা বাধা দিতে চাইলে নদী থেকে মাছ কেড়ে নেওয়ার হুমকি দেয়া হয়।
অতিরিক্ত খাজনা আরোপের ফলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হয়ে পড়ছে। যা বাজার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা জানান, ইজারাদারদের এ অনিয়ম চলতে থাকলে দৌলতদিয়া বাজারে মাছের যোগান কমে যাবে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে দৌলতদিয়া বাজার ব্যবসায়ি পরিষদের সভাপতি মোহন মন্ডল বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন অনৈতিক ভাবে অতিরিক্ত খাজনা আদায় করছে। এটা প্রান্তিক জেলে মাছ ব্যবসায়ীদের প্রতি জুলুম করছে। এটা বন্ধ করা হবে।
নিউজটি শেয়ার করুন
