“মালয়েশিয়া ভিসা এপ্লিকেশন সেন্টারের” তালিকায় গার্ডিয়ান নেটওর্য়াক
- আপডেট সময় : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / 205
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পর থেকেই রিক্রুটিং, ট্রাভেল এজেন্সী, ভিসা প্রসেসিং এবং এযারলাইন্স ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ঢাকার ডিপ্লোমেটিক জোনের মালয়েশিয়ান হাইকমিশন থেকে দেশের প্রতিষ্ঠিত ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে “মালয়েশিয়া ভিসা এপ্লিকেশন সেন্টার” হিসাবে তালিকাভ’ক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।
এই তালিকার একটি প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার গুলশান-২ এর বসতি হরিজন টাওয়ারের ৮ম তলায় থাকা গার্ডিয়ান নেটওয়ার্ক। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি মালয়েশিয়ার যাবতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম শুরু করেছে।
আজ শনিবার দুপুরে (১ জুলাই) গার্ডিয়ান নেটওয়ার্কের স্বত্তাধিকারী ও জনশক্তি বিশ্লেষক ডাক্তার শঙ্কর চন্দ্র পোদ্দার মালয়েশিয়া থেকে প্রবাসী কণ্ঠ পত্রিকাকে বলেন, আমার প্রতিষ্ঠান গার্ডিয়ান নেটওয়ার্কসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন যাচাই বাছাই শেষে ভিসার আবেদন গ্রহন করার প্রতিষ্ঠান হিসাবে তালিকাভ’ক্ত করেছে।
তিনি বলেন, হাইকমিশন থেকে অনুমোদন পাওয়া সংক্রান্ত একটি চিঠি দেয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমাকে মৌখিকভাবে অনুমতি দিয়ে বলছেন, ভিসা আবেদন জমা নেয়ার কার্যক্রম শুরু করতে। এরপর গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়াগামীদের বিভিন্ন ধরনের ভিসার আবেদন গার্ডিয়ান নেটওয়ার্কে জমা নেয়া শুরু হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওয়ার্ক ভিসা, ট্যুরিষ্ট, ভিজিট, হেলথসহ সবধরনের ভিসার আবেদন জমা দেয়া যাবে।
আগ্রহীদের বিস্তারিত তথ্যর জন্য ০১৮৩৩৩২৪৪১৪, ০১৮৩৩৩২৪৪১৬ নম্বরে অথবা বনানী সি, রোড নম্বর ১৭ হাউজ ২১ এর বসতি হরিজন এ (৮ম তলা) যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশ সময় : ঢাকা, শনিবার রাত ৯টা ২০ মিনিট