শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিস :
Wellcome to our website...

বিমামবন্দরের থার্ড টার্মিনাল আংশিক উদ্বোধন অক্টোবরে

রিপোর্টার
আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক :
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আংশিক অংশ আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল নির্মান কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং চলতি বছরের অক্টোবর মাসে উদ্বোধন করা হবে। আশা করছি অক্টোবরে প্রধানমন্ত্রী থার্ড টার্মিনালের আংশিক অংশের উদ্বোধন করবেন। আমরা করোনার মধ্যেও থার্ড টার্মিনালের কাজ এগিয়ে নিয়েছি। থার্ড টার্মিনাল এখন দৃশ্যমান। ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন বিভিন্ন রকমের যন্ত্রাংশ আসছে, সেগুলো ইন্সটল করা হচ্ছে। অক্টোবরে মূল ইনফ্রাস্ট্রাকচারের কাজ শেষে হবে।
তিনি আরো বলেন, এই থার্ড টার্মিনাল উদ্বোধন করা জাতির প্রত্যাশা ছিল। বিমানবন্দর একটি স্বাধীন দেশের গেটওয়ে। বিদেশ থেকে যেসব পর্যটকরা বাংলাদেশ আসবেন, তারা যেন বিমানবন্দরে প্রবেশ করেই দেশের উন্নতির বিষয়ে ধারণা নিতে পারেন। আমাদের মেট্রোরেল ও পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। পাতাল রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। এখন সারাবিশ্ব বিমানবন্দরের থার্ড টার্মিনালের দিকে তাকিয়ে আছে।
দেশের এভিয়েশন খাতে নিরব বিপ্লব চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল নির্মাণ চলছে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে বর্ধিতকরণসহ ব্যাপক উন্নয়ন কাজ চলছে। এছাড়া চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর বিমানবন্দরে উন্নয়ন কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর