রাজাপাকসকে ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা
- আপডেট সময় : ০৩:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / 301
শ্রীলংকার সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সরকারি বাসভবন ছাড়েন। বিক্ষোভকারীরা তাকে সরকারি বাসভবনে ধরতে গেলে রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী।
তাদের আশ্রয় দেওয়া হয় রাজধানী কলম্বো থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ত্রিনোকম্পেলের একটি নৌ ঘাঁটিতে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেই নৌ ঘাঁটির বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নৌ ঘাঁটির বাইরে অবস্থান নিয়ে সেটি ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা।
শ্রীলংকায় কার্ফিউ জারি করা হলেও সেই কার্ফিউ মানছেন না সাধারণ মানুষ। মঙ্গলবার দেশ জুড়ে কার্ফিউ মানাতে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে মোতায়েন করা হয়।
দেশটিতে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর সরকার বিরোধী বিক্ষোভ ছড়াতে থাকে। সোমবার এ বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ে। এদিন সংঘর্ষে একজন এমপিসহ পাঁচজন নিহত হন।
এদিকে রাজাপাকসে পদত্যাগ করার পর শ্রীলংকার প্রধান বিরোধী দলকে অন্তবর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে।
কিন্তু তারা কোনো অন্তবর্তীকালীন সরকার গঠনে যোগ দেবে না বলে জানিয়ে দেয় এবং উল্টো প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে।