৪২৩ যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্য ঢাকা ছেড়েছে ইউএস বাংলার প্রথম ফ্লাইট

- আপডেট সময় : ০৪:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 42
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্য বেসরকারী বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।
৪২৩ জন যাত্রী নিয়ে উড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি হচ্ছে ১৪তম আন্তর্জাতিক গন্তব্য। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য স্বল্পসময়ে দেশের অভ্যন্তরীন যে কোন গন্তব্য পৌছানোর জন্য বিশেষ সুবিধা দেয়া হবে।
আজ ( ২১ এপ্রিল) ইউ-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
তিনি জানান, প্রাথমিক ভাবে সপ্তাহে পাঁচদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা- রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রিয়াদের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে।
পুনরায় রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টায় অবতরণ করবে।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেয়ার উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট শুরু করেছে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধারা যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো গন্তব্যে স্বল্পতম সময়ে যেতে পারে সে ব্যাপারে যত্নশীল থাকবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্তমানে অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ঢাকা-রিয়াদ ফ্লাইট শুরুর পূর্ব মূহূর্তে উদ্বোধনী ফ্লা্ইটের যাত্রী ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সবার মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
নিউজটি শেয়ার করুন
