ইসরাইলের সহযোগিতা চাইলেন জেলেনস্কি
- আপডেট সময় : ০৭:৩৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / 184
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি রুশ হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইলের সহযোগিতা চেয়েছেন। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ায় সহিংসতা নিরসনে শান্তি আলোচনার অগ্রগতি বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
এক টুইটে জেলেনস্কি বলেন, তিনি মেলিওপোল শহরের মেয়রকে মুক্তি দিতে বেনেটের সহযোগিতা চেয়েছেন। ইউক্রেনের দাবি, মেলিওপোলের মেয়রকে গত শুক্রবার ধরে নিয়ে গেছে রাশিয়ার সেনাবাহিনী।
টুইটে জেলেনস্কি আরও বলেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করতে হবে।
ইসরাইলের এক কর্মকর্তা বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী বেনেট। এই যুদ্ধ থামাতে তৎপর রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ আগ্রাসন চলছে। এতে ১৩০০ ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছেন জেলেনস্কি।