গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল কারাগারে, এলাকায় মিষ্টি বিতরন

- আপডেট সময় : ১০:০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 19
মো:শাজাহান শেখ, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজবাড়ি জেলা আদালতের বিজ্ঞ বিচারক।
গত ৫ই আগস্ট গোয়ালন্দ পৌরসভার রেলগেট সংলগ্ন এলাকায় ছাত্র-জনতার উপর গুলি বর্ষনের ঘটনায় মেয়র এবং তার সাংগপাংগোদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে মামলা হয়।
গতকাল (১০ এপ্রিল) পলাতক মেয়র নজরুল ইসলাম মন্ডল রাজবাড়ি জেলা আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। আদালতে উভয়পক্ষের আইনজিবি জামিনের পক্ষে বিপক্ষে শুনানী করেন। বিচারক শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় চাদাবাজি, লুটপাট ও নানা অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ ছিলো মেয়র ও তার সহযোগীদের বিরুদ্ধে।
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগষ্ট ছাত্র জনতার রোষানল থেকে বাচতে ভারতে পালান। তারআগে মেয়র ও তার দলীয় ক্যাডাররা নীরিহ মানুষের উপর হামলা ও গুলিবর্ষন চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব চালান। এমন অভিযোগে মেয়র নজরুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে সবাই আত্নগোপনে চলে যায়।
প্রকাশ, দৌলতদিয়া ঘাট এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়ে শুরুতে এলাকায় আলোচনায় আসেন নজরুল ইসলাম মন্ডল। এরপর যুবলীগের সাধারণ সম্পাদক পদ পেয়ে বেপোরোয়া হয়ে উঠেন। এরপর আর তাকে থামতে হয়নি। ভোট চুরি করে পৌরসভার সভাপতি হন। তারপর হয়ে যান পৌরসভার মেয়র। আর এই নজরুল মন্ডল মেয়র পদে বসার পরই বিএনপি নেতা কর্মীদের ঘর ছাড়া করতে দিতেন একের পর এক মামলা। বিএনপির যে কোন প্রোগ্রামে নিজে থেকে আওয়ামী লীগের নেতাদের দিয়ে তিনি হামলা করাতেন। অত্যাচারি মেয়রের কারাগারে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে তারা নজরুলের কঠিন শাস্তি দাবী করেন।
স্থানীয় জনগন শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
