সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কারাগারে

- আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 5
শাজাহান শেখ, রাজবাড়ী প্রতিনিধি:
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করে। এরপর সোমবার (৭ এপ্রিল) সকালে তাকে ঢাকা থেকে রাজবাড়ীতে আনা হয়। এদিন দুপুর সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, কেরামত আলী জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের উপর সশস্ত্র হামলা মামলার অভিযুক্ত আসামী। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা ওই মামলা দায়ের করেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক মুঠোফোনে জানান, ‘সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে রোববার রাতে রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
আজ সোমবার (৭ এপ্রিল) রাজবাড়ী জেলা দায়রা জজ আমলি আদালতে উঠানো হলে, বিচারক তামজিদ আহমেদ তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার সরকারি (পিপি ২) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, কেরামত আলী জুলাই আগস্ট ছাত্র-জনতার হামলা করার হুকুমদাতা হিসেবে অভিযুক্ত আসামী। সে এই মামলার ২ নম্বর তালিকাভুক্ত আসামি। আদালতে তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত তার জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজটি শেয়ার করুন
