সংবাদ শিরোনাম :
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত প্রবাসী যুবক
- আপডেট সময় : ১১:০০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / 336
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জোবায়ের ঢালী (৩০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার সকালে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের খুরশীদ মহল ব্রিজে। তিনি ওই ইউনিয়নের ঘাগড়া গ্রামের হুমাযুন ঢালীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ির আত্মীয়দের আপ্যায়নের জন্য বাজার করতে হোসেনপুর বাজারে যাওয়ার পথে খুরশীদ মহল ব্রিজ মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রবাসী জোবায়ের ঢালী। নিহতের চাচা জাহাঙ্গীর ঢালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।