ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বায়রার এখতিয়ার বর্হিভূত সব কার্যক্রম বন্ধ রাখতে বলছে বানিজ্য মন্ত্রণালয়

  • আপডেট সময় : ০৩:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 26
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

 

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির এখতিয়ার বর্হিভূত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়।

গত ১৯ মার্চ বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোসা: শুকরিয়া পারভীন স্বাক্ষরিত এক স্নারকে এমন কথা বলা হয়েছে।

১৩০ নিউ ইস্কাটনের বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা ভবন) এর অফিস সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারী বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ ৩০ জন স্বাক্ষরিত একটি আবেদন এই মন্ত্রনালয়ে জমা পড়ে।  উপযুক্ত বিষয় এবং ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এসেসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির অনুপস্থিতিতে এখতিয়ার বর্হিভূত সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই প্রসংগে জানতে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রবাসী কণ্ঠকে শুধু বলেন, তাদের প্রশাসক বসাতে হবে না। তাদের কার্যক্রম বন্ধ রাখতে বানিজ্য মন্ত্রনালয় থেকেই তাদেরকে চিঠি দেয়া হয়েছে।

এরআগে বর্তমান কমিটির একজন সিনিয়র সদস্য নিজের পরিচয় না প্রকাশ করার শর্তে গতকাল রোববার তার দফতরে প্রবাসী কণ্ঠকে বলেন, ‘আমরা চাচ্ছি এই কমিটি ভেংগে ফেলতে। এনিয়ে আমাদের মধ্য প্রাথমিক আলোচনাও হয়েছে।  সাধারন সদস্যদের স্বার্থের কথা বিবেচনা করে বায়রায় প্রশাসক নিয়োগ দেয়ার জন্য বানিজ্য মন্ত্রনালয়কে আমরা অনুরোধ জানাবো। আর গ্রুপিং ভালো লাগে না। এক থেকে দুই সপ্তাহের মধ্য কমিটি ভেংগে দেয়ার জন্য বানিজ্য মন্ত্রনালয়কে আবেদন জানানোর একটা সম্ভবনা আছে।  এছাড়া আমাদের প্যানেলের পক্ষ থেকে আগামী মাসের ১৫ তারিখ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হবে। তিনি আরো বলেন, আমরা চাচ্ছি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যাক। আমরা তো বায়রার কমিটিতে প্রতিনিধি থাকি শুধু একটু সম্মানের জন্য। টাকা পয়সার জন্য না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুন ব্যবসায়ীরা মনে করে, বায়রায় শুধু টাকা উড়ে। আসলে কি তাই? আমরা কিন্তু অফিসের স্টাফ বেতন আর টুকটাক খরচ ছাড়া কিছুই করি না। আর সবকিছুর হিসাব থাকে।

উল্লেখ্য বায়রায় দীর্ঘদিন থেকেই নির্বাচন হচ্ছে না। একবার নির্বাচন হওয়ার জন্য তফশীল ঘোষনা করা হয়েছিলো। এরপর থেকেই শুরু হয় দুই পক্ষের মধ্য বাকযুদ্ধ।
যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতা আবুল বাশার বায়রার সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর আর নতুন কোন কমিটি গঠন হয়নি। এরমধ্য গত বছর ৫ আগষ্ট দেশে পট পরিবর্তন হওয়ার আগেই তিনি দেশত্যাগ করেন। যদিও তার কমিটির মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ অন্যরা দাবী করছেন, তিনি অসুস্থ। সিংগাপুরে দীর্ঘ মেয়াদী চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে তিনি দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জানা যায়, বায়রায় মূলত নির্বাচন দেয়া ও  কমিটি গঠনকে কেন্দ্র করেই দুটি গ্রুপ কাদা ছোড়াছুড়ি শুরু করে দেয়। এক পর্যায়ে বিষয়টি চূড়ান্ত ফয়সালার জন্য আদালত পর্যন্ত গড়ায়।
এদিকে বায়রার নতুন নেতৃত্বে কে আসছেন- তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপি ঘরানার ব্যবসায়ী কাজী মফিজুর রহমানসহ ৩টি গ্রুপ থেকে প্যানেল প্রধান হতে জোর লবিং চালাচ্ছেন।

অপরদিকে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার কারনে দেশে ও সদস্যদের একটি অংশের মধ্য দোসর হিসাবে হুলিয়া নিয়ে গা ঢাকা দিয়ে আছেন। আসন্ন বায়রা নির্বাচনে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তার পরিবর্তে এখন কে হাল ধরবেন তা সময়ই বলে দেবে। তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা পন্থী হিসাবে বায়রায় এবং মালয়েশিয়াতে বেশী পরিচিতি লাভ করেছিলেন। তার অন্যতম ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শেখ হাসিনার নামে মিগ ২৯ মামলার বাদী মোহাম্মদ নূর আলী। সরকার পরিবর্তন হওয়ার পর তিনিও আড়ালে চলে গেছেন বলে তার লোকজন বলছেন।

গত সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও মানিলন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগে নূর আলী ও রুহুল আমিন স্বপনসহ ১২ সাবেক এমপি, মন্ত্রী ও ব্যবসায়ীসহ ৩২ জনের নামে দুদক থেকে মামলা দায়ের করার জন্য সুপারিশ করা হয়েছে। একই সাথে নেপথ্যর ঘটনা খুজে পেতে দুদকের অনসন্ধানকারী দলের তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বায়রার এখতিয়ার বর্হিভূত সব কার্যক্রম বন্ধ রাখতে বলছে বানিজ্য মন্ত্রণালয়

আপডেট সময় : ০৩:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

 

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির এখতিয়ার বর্হিভূত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়।

গত ১৯ মার্চ বানিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোসা: শুকরিয়া পারভীন স্বাক্ষরিত এক স্নারকে এমন কথা বলা হয়েছে।

১৩০ নিউ ইস্কাটনের বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা ভবন) এর অফিস সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারী বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ ৩০ জন স্বাক্ষরিত একটি আবেদন এই মন্ত্রনালয়ে জমা পড়ে।  উপযুক্ত বিষয় এবং ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এসেসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির অনুপস্থিতিতে এখতিয়ার বর্হিভূত সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই প্রসংগে জানতে গত রোববার (২৩ ফেব্রুয়ারী) বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রবাসী কণ্ঠকে শুধু বলেন, তাদের প্রশাসক বসাতে হবে না। তাদের কার্যক্রম বন্ধ রাখতে বানিজ্য মন্ত্রনালয় থেকেই তাদেরকে চিঠি দেয়া হয়েছে।

এরআগে বর্তমান কমিটির একজন সিনিয়র সদস্য নিজের পরিচয় না প্রকাশ করার শর্তে গতকাল রোববার তার দফতরে প্রবাসী কণ্ঠকে বলেন, ‘আমরা চাচ্ছি এই কমিটি ভেংগে ফেলতে। এনিয়ে আমাদের মধ্য প্রাথমিক আলোচনাও হয়েছে।  সাধারন সদস্যদের স্বার্থের কথা বিবেচনা করে বায়রায় প্রশাসক নিয়োগ দেয়ার জন্য বানিজ্য মন্ত্রনালয়কে আমরা অনুরোধ জানাবো। আর গ্রুপিং ভালো লাগে না। এক থেকে দুই সপ্তাহের মধ্য কমিটি ভেংগে দেয়ার জন্য বানিজ্য মন্ত্রনালয়কে আবেদন জানানোর একটা সম্ভবনা আছে।  এছাড়া আমাদের প্যানেলের পক্ষ থেকে আগামী মাসের ১৫ তারিখ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হবে। তিনি আরো বলেন, আমরা চাচ্ছি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যাক। আমরা তো বায়রার কমিটিতে প্রতিনিধি থাকি শুধু একটু সম্মানের জন্য। টাকা পয়সার জন্য না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুন ব্যবসায়ীরা মনে করে, বায়রায় শুধু টাকা উড়ে। আসলে কি তাই? আমরা কিন্তু অফিসের স্টাফ বেতন আর টুকটাক খরচ ছাড়া কিছুই করি না। আর সবকিছুর হিসাব থাকে।

উল্লেখ্য বায়রায় দীর্ঘদিন থেকেই নির্বাচন হচ্ছে না। একবার নির্বাচন হওয়ার জন্য তফশীল ঘোষনা করা হয়েছিলো। এরপর থেকেই শুরু হয় দুই পক্ষের মধ্য বাকযুদ্ধ।
যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির নেতা আবুল বাশার বায়রার সভাপতির দায়িত্বে ছিলেন। এরপর আর নতুন কোন কমিটি গঠন হয়নি। এরমধ্য গত বছর ৫ আগষ্ট দেশে পট পরিবর্তন হওয়ার আগেই তিনি দেশত্যাগ করেন। যদিও তার কমিটির মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ অন্যরা দাবী করছেন, তিনি অসুস্থ। সিংগাপুরে দীর্ঘ মেয়াদী চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে তিনি দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জানা যায়, বায়রায় মূলত নির্বাচন দেয়া ও  কমিটি গঠনকে কেন্দ্র করেই দুটি গ্রুপ কাদা ছোড়াছুড়ি শুরু করে দেয়। এক পর্যায়ে বিষয়টি চূড়ান্ত ফয়সালার জন্য আদালত পর্যন্ত গড়ায়।
এদিকে বায়রার নতুন নেতৃত্বে কে আসছেন- তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপি ঘরানার ব্যবসায়ী কাজী মফিজুর রহমানসহ ৩টি গ্রুপ থেকে প্যানেল প্রধান হতে জোর লবিং চালাচ্ছেন।

অপরদিকে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করার কারনে দেশে ও সদস্যদের একটি অংশের মধ্য দোসর হিসাবে হুলিয়া নিয়ে গা ঢাকা দিয়ে আছেন। আসন্ন বায়রা নির্বাচনে তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। তার পরিবর্তে এখন কে হাল ধরবেন তা সময়ই বলে দেবে। তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা পন্থী হিসাবে বায়রায় এবং মালয়েশিয়াতে বেশী পরিচিতি লাভ করেছিলেন। তার অন্যতম ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শেখ হাসিনার নামে মিগ ২৯ মামলার বাদী মোহাম্মদ নূর আলী। সরকার পরিবর্তন হওয়ার পর তিনিও আড়ালে চলে গেছেন বলে তার লোকজন বলছেন।

গত সপ্তাহে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও মানিলন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগে নূর আলী ও রুহুল আমিন স্বপনসহ ১২ সাবেক এমপি, মন্ত্রী ও ব্যবসায়ীসহ ৩২ জনের নামে দুদক থেকে মামলা দায়ের করার জন্য সুপারিশ করা হয়েছে। একই সাথে নেপথ্যর ঘটনা খুজে পেতে দুদকের অনসন্ধানকারী দলের তদন্ত চলমান রয়েছে।