বিএমইটির প্রশাসন শাখায় গড়ে উঠেছে বদলী বানিজ্যর সিন্ডিকেট: ৯ কর্মকর্তা বদলী

- আপডেট সময় : ০৫:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 28
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ দফতরগুলোতে কর্মরত ৯ কর্মকর্তা ও কর্মচারীকে দেশের বিভিন্ন জেলায় বদলী করে পদায়ন করা হয়েছে। গত ৯ মার্চ উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কর্মকর্তা কর্মচারীকে বদলী করা হয়।
আদেশে এও বলা হয়, ১২ মার্চের মধ্যে বদলী হওয়াদের নতুন কর্মস্থলে যোগ দান করতে হবে। নতুবা এই সময়ের পর তারা কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ট রিলিজ) হিসাবে গন্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।
অভিযোগ রয়েছে, জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশাসন শাখায় গড়ে উঠেছে বদলী বানিজ্যে’র সিন্ডিকেট। তারা যখন যাকে মনে করছে তাকেই বদলী করে দিচ্ছে। কোন কোন ক্ষেত্রে প্রতিপক্ষের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে যোগ্য কর্মকর্তাদের সরিয়ে দেয়া হচ্ছে। এক্ষেত্রে প্রশাসন শাখার কম্পিউটার অপারেটরসহ অন্যদের ব্যবহার করছে চক্রটি। এই বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভঁ’ইয়ার নজরে আনার জন্য অহেতুক বদলীর শিকার কর্মকর্তাদের পক্ষ থেকে জোর দাবী জানানো হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, শুধু টিটিসির কর্মকর্তা কর্মচারীদের বদলী বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন কর্মকর্তা কর্মচারীদের গড়ে উঠা সিন্ডিকেট। বিষয়টি গভীরে অনুসন্ধান চালালে থলের বিড়াল বের হয়ে আসবে।
বদলী হওয়া কর্মকর্তাদের মধ্যে চীফ ইন্সট্রাক্টর মো. রাশেদুল ইসলামকে দিনাজপুর টিটিসি থেকে ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালী টিটিসির ইন্সট্রাক্টর সোহেল রানাকে গাজীপুর কাপাসিয়া টিটিসিতে, পটুয়াখালী টিটিসির ইন্সট্রাক্টর মো. রাশেদুজ্জামানকে যশোর টিটিসি, বান্দরবান টিটিসির ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক) খোদেজা আক্তারকে ঢাকা বি-কে টিিিটসি, কুমিল্লা টিটিসির ইন্সট্রাক্টর (উড ওয়ার্কিং) রাশেদ আলমকে বগুড়ায়, রাজশাহী টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর মো. ওবাইদুল্লাহকে কুড়িগ্রামে, পাবনা টিটিসির ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন) মো. গিয়াস উদ্দীন বিশ্বাসকে ফরিদপুরে, নাটোর টিটিসির মোহাম্মদ সাইদুর রহমানকে নেত্রকোনা এবং খুলনা মহিলা টিটিসির ওয়ার্কশপ এ্যাটেনডেন্ট (গার্মেন্টস) মোছা: শাহিনা আক্তারকে মাগুরায় (সংযুক্তি) বদলী করার আদেশ দেয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন
