সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
আটাব, খেলাধুলা, জনশক্তি ব্যুরো, জাতীয়, তথ্যপ্রযুক্তি, ধর্ম, পুরান ঢাকা, রাজনীতি, লিডনিউজ, শিক্ষা, সারাদেশ, সিলেট, হ্বজ এজেন্সী
বিমানবন্দর রেলস্টেশনে নারী যাত্রীর কন্যা সন্তান প্রসব

- আপডেট সময় : ০৬:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 54
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে এক প্রসূতি যাত্রী সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রুমা আক্তার (২২) নামের ওই রেলযাত্রী সন্তান প্রসব করেন বলে সংবাদ মাধ্যমকে জানান রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন।
তিনি জানান, ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসছিলেন রুমা আক্তার (২২)। বিমানবন্দর রেলস্টেশনে আসার পর দুপুর সাড়ে ১২টার দিকে তার প্রসব বেদনা ওঠে। তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে একটি কন্যাসন্তানের জন্ম হয়।
মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন। তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম. হোসেন, ১০-২-২০২৫
নিউজটি শেয়ার করুন
