সংবাদ শিরোনাম :
পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল প্রবাসীর
- আপডেট সময় : ১২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / 451
টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাত্রী দেখে ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে আব্দুল্লাহ (২২) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পেচারআটা-সলিং আঞ্চলিক সড়কের মোচারবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার রসুলপুর ইউনিয়নের রঘুনাথপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ সম্প্রতি মালেয়েশিয়া থেকে দেশে ফেরেন।
স্থানীয় স্কুলশিক্ষক মোজাম্মেল হক জানান, শনিবার নিজের বিয়ের জন্য পাত্রী দেখে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ। পথে মোচারবাড়ি মোড়ে রাস্তার পাশের শিমুল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। তবে তার বন্ধু অক্ষত রয়েছেন।