ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘আরতাসের’ যাত্রা শুরু অনুষ্ঠানে শিমুল: ‘স্কীল ডেভেলপড করতে না পারলে আমরা এই ট্রেড থেকে হারিয়ে যাবো’

  • আপডেট সময় : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 270
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

আমাদের একটা ইউনিটির প্রয়োজন আছে। আর সেই ইউনিটি হচ্ছে আরতাস। রিক্রুটিং এজেন্সী, হজ্ব, ওমরা ও আটাবের ব্যবসায়ীদের সম্বন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে আরতাস। যেটা তাওয়াফ থেকে এখন আরতাস হয়েছে। আরতাস হয়েছে বলেই আমরা আজ কিছু ব্যক্তিত্ব পেয়েছি, সমস্যার কথা বলতে পারছি। আজকে সারাবিশ্বের শ্রমবাজার গতানুগতিকভাবে আগাচ্ছে না। সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অন্যান্য দেশের লেবার মার্কেট দিয়ে আমাদের কিচ্ছু হবে না। কর্মীদের স্কিল ডেভেলভড করতে হবে। স্কীল ডেভেলপড করতে না পারলে আমরা এই ট্রেড থেকে হারিয়ে যাবো।

গত রোববার রাতে পুরানা পল্টনের একটি হোটেলে “এলায়েন্স অব রিক্রুটিং, ট্রাভেল এন্ড হজ্ব এজেন্সীজ সোসাইটির (আরতাস) নব যাত্রা উপলক্ষ্য আয়োজিত ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরতাসের সদস্য সচিব ও বায়রার সাবেক নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল এসব কথা বলেন।

আরতাসের আহবায়ক ফরিদ আহমেদ মজুমদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাবের নির্বাচন পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যন হারুনর রশীদ, ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব এর সাবেক যুগ্ম সচিব সায়েম মোহাম্মদ হাসান, জি এন এইস এর মহাসচিব মোহাম্মদ আশ্রাফ উদ্দিন, বায়রার সাবেক ইসি সদস্য মোহাম্মদ শহিদ উল্লাহ, আটাবের সাবেক যুগ্ন মহাসচিব এফ আর করিম কাজল, ফোরাব এর মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন, এভিয়েশন ক্লাব ঢাকার সভাপতি জুম্মন চৌধুরী, ট্রাভেল এজেন্সী এসোসিয়েশন অব বি-বাড়িয়ার সদস্য সচিব খালেদ ইকবাল বুলবুল, আটাবের সাবেক কার্যনির্বাহী সদস্য এস কে মহিন উদ্দিন ও জাফর আহমেদ, বায়রা কার্যকরি কমিটির সদস্য ইসহাক খান।
সভাপতি ফরিদ আহমেদ মজুমদার তার বক্তব্য বলেন, আরতাসকে এগিয়ে নিতে এই সংগঠনের সকল সদস্যর মতামতের ভিত্তিতে ৩ মাস অথবা ৬ মাস অন্তর মতবিনিময় অথবা সাধারণ সভা করতে চাই। এছাড়া ব্যবসায়িক, পারিবারিক এবং বিদেশ সফরের কর্মসুচীগুলোও একই সাথে হাতে নিতে চাই। তাওয়াফ থেকে এগুলো আগেই করেছিলাম। সেগুলো বাস্তবায়ন করতে চাই। ব্যবসায়িক ব্যাপক সম্প্রসারণ। এরজন্য সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা। আমাদের এক ভাই ইউরোপের মার্কেট সর্ম্পকে ব্যাপক অভিজ্ঞতার কথা বললেন। আমরা এরকম কিছু ইস্যু নিয়ে সভা সেমিনার আয়োজন করবো। যেগুলোর মধ্যে দিয়ে আমাদের দক্ষতা বৃদ্ধি হবে একই সাথে আমাদের নিজেদের ব্যবসাকে সমৃদ্ধ করতে পারবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরতাসের সদস্য সচিব কে এম মোবারক উল্লাহ শিমুল। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাসেম এয়ার ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী মোজাম্মেল হোসেন কামাল।

অনুষ্ঠানে আরতাসের অন্যান্য বক্তারা বলেন, আজকে যদি আমরা ইউনিটি না থাকি হজ্ব ব্যবসা থেকে হারিয়ে যাবো। ১০-১২ বছর আগে যেভাবে ব্যবসা করে এসেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্যবসা করলে তাহলে আমরা ব্যবসায়ীরা হারিয়ে যাবো। তাই আমরা ফরিদ আহমেদ মজুমদারকে সামনে রেখে এই সেক্টরে বিপ্লব ঘটাতে যাচ্ছি। তারা বলেন, এই সদস্য সংখ্যা ১২০/১৪০ সীমাবদ্ধ থাকবে না, এই সংখ্যা ১০০০ হতেও পারে। তবে কোন মুনাফেক যাতে এই সংগঠনের সদস্য হতে না পারে। কারণ ১০০০ জনকে নষ্ট করার জন্য একজন মুনাফেক সদস্যই যথেষ্ট।

 

প্রকাশ ১৫ জুলাই বেলা ১১টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আরতাসের’ যাত্রা শুরু অনুষ্ঠানে শিমুল: ‘স্কীল ডেভেলপড করতে না পারলে আমরা এই ট্রেড থেকে হারিয়ে যাবো’

আপডেট সময় : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

আমাদের একটা ইউনিটির প্রয়োজন আছে। আর সেই ইউনিটি হচ্ছে আরতাস। রিক্রুটিং এজেন্সী, হজ্ব, ওমরা ও আটাবের ব্যবসায়ীদের সম্বন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে আরতাস। যেটা তাওয়াফ থেকে এখন আরতাস হয়েছে। আরতাস হয়েছে বলেই আমরা আজ কিছু ব্যক্তিত্ব পেয়েছি, সমস্যার কথা বলতে পারছি। আজকে সারাবিশ্বের শ্রমবাজার গতানুগতিকভাবে আগাচ্ছে না। সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অন্যান্য দেশের লেবার মার্কেট দিয়ে আমাদের কিচ্ছু হবে না। কর্মীদের স্কিল ডেভেলভড করতে হবে। স্কীল ডেভেলপড করতে না পারলে আমরা এই ট্রেড থেকে হারিয়ে যাবো।

গত রোববার রাতে পুরানা পল্টনের একটি হোটেলে “এলায়েন্স অব রিক্রুটিং, ট্রাভেল এন্ড হজ্ব এজেন্সীজ সোসাইটির (আরতাস) নব যাত্রা উপলক্ষ্য আয়োজিত ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরতাসের সদস্য সচিব ও বায়রার সাবেক নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল এসব কথা বলেন।

আরতাসের আহবায়ক ফরিদ আহমেদ মজুমদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হাবের নির্বাচন পরিচালনা বোর্ডের সাবেক চেয়ারম্যন হারুনর রশীদ, ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব এর সাবেক যুগ্ম সচিব সায়েম মোহাম্মদ হাসান, জি এন এইস এর মহাসচিব মোহাম্মদ আশ্রাফ উদ্দিন, বায়রার সাবেক ইসি সদস্য মোহাম্মদ শহিদ উল্লাহ, আটাবের সাবেক যুগ্ন মহাসচিব এফ আর করিম কাজল, ফোরাব এর মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন, এভিয়েশন ক্লাব ঢাকার সভাপতি জুম্মন চৌধুরী, ট্রাভেল এজেন্সী এসোসিয়েশন অব বি-বাড়িয়ার সদস্য সচিব খালেদ ইকবাল বুলবুল, আটাবের সাবেক কার্যনির্বাহী সদস্য এস কে মহিন উদ্দিন ও জাফর আহমেদ, বায়রা কার্যকরি কমিটির সদস্য ইসহাক খান।
সভাপতি ফরিদ আহমেদ মজুমদার তার বক্তব্য বলেন, আরতাসকে এগিয়ে নিতে এই সংগঠনের সকল সদস্যর মতামতের ভিত্তিতে ৩ মাস অথবা ৬ মাস অন্তর মতবিনিময় অথবা সাধারণ সভা করতে চাই। এছাড়া ব্যবসায়িক, পারিবারিক এবং বিদেশ সফরের কর্মসুচীগুলোও একই সাথে হাতে নিতে চাই। তাওয়াফ থেকে এগুলো আগেই করেছিলাম। সেগুলো বাস্তবায়ন করতে চাই। ব্যবসায়িক ব্যাপক সম্প্রসারণ। এরজন্য সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা। আমাদের এক ভাই ইউরোপের মার্কেট সর্ম্পকে ব্যাপক অভিজ্ঞতার কথা বললেন। আমরা এরকম কিছু ইস্যু নিয়ে সভা সেমিনার আয়োজন করবো। যেগুলোর মধ্যে দিয়ে আমাদের দক্ষতা বৃদ্ধি হবে একই সাথে আমাদের নিজেদের ব্যবসাকে সমৃদ্ধ করতে পারবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরতাসের সদস্য সচিব কে এম মোবারক উল্লাহ শিমুল। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাসেম এয়ার ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী মোজাম্মেল হোসেন কামাল।

অনুষ্ঠানে আরতাসের অন্যান্য বক্তারা বলেন, আজকে যদি আমরা ইউনিটি না থাকি হজ্ব ব্যবসা থেকে হারিয়ে যাবো। ১০-১২ বছর আগে যেভাবে ব্যবসা করে এসেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে ব্যবসা করলে তাহলে আমরা ব্যবসায়ীরা হারিয়ে যাবো। তাই আমরা ফরিদ আহমেদ মজুমদারকে সামনে রেখে এই সেক্টরে বিপ্লব ঘটাতে যাচ্ছি। তারা বলেন, এই সদস্য সংখ্যা ১২০/১৪০ সীমাবদ্ধ থাকবে না, এই সংখ্যা ১০০০ হতেও পারে। তবে কোন মুনাফেক যাতে এই সংগঠনের সদস্য হতে না পারে। কারণ ১০০০ জনকে নষ্ট করার জন্য একজন মুনাফেক সদস্যই যথেষ্ট।

 

প্রকাশ ১৫ জুলাই বেলা ১১টা