নারায়ণগঞ্জে পাখা শাহ (রহঃ) এর ওরস মোবারক ২৫ জানুয়ারি
- আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / 284
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় আলকাছ ফকির বাড়ির অন্যতম পরিচিত সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ সফিউদ্দিন পাখা শাহ (রহঃ) এর ৫৯তম বার্ষিক ওরস ২৫ জানুয়ারি শুরু হচ্ছে। ওইদিন বাদ আসর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী এই ওরস শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
ওরস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা হাতে নিয়েছে মাজার কমিটি। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে মাজারের সীমানা। এদিকে ওরস উপলক্ষে ১৫ জানুয়ারি রাতে নিশান উত্তোলন করা হয় মাজারে। ওরসের আগেই ফুল দিয়ে সাজানো হবে পুরো মাজার শরীফ। ২৮ জানুয়ারি বাদ আসর আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে।
মাজারের বর্তমান খাদেম আলকাছ ফকিরের বড় ছেলে নুরু মিয়া গণমাধ্যমকে জানান, প্রতি বছর মাঘ মাসের ১১ তারিখ ওরস শরীফ শুরু হয়। তাই আগত সকল ভক্ত-আশেকানদের জন্য বিশেষ নিরাপত্তা ও থাকার ব্যবস্থা করা হয়েছে।
আগত সকল ভক্ত-আশেকানদের ওরস শরীফে আমন্ত্রণ জানিয়েছেন খাদেম নুরু মিয়া ।
যেভাবে আসবেন :
ঢাকা-চট্রগ্রাম সহাসড়ক এর সাইনবোর্ড থেকে জালকুড়ি বাসষ্ট্যান্ড নেমে রিকসা বা ইজিবাইক দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন জালকুড়ি আলকাছ ফকির বাড়ি মাজার রোড ।