জুলাইয়ে প্রবাসী আয় ১৯৭ কোটি ডলার

  • আপডেট সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 127
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৫০৫ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা হিসাবে)। জুন মাসের তুলনায় জুলাইয়ে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কমেছে।

জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

মঙ্গলবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মো. সরোয়ার হোসেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত জুন মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২০ শতাংশ।

জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধির পর জুলাই মাসে প্রবাসী আয় কমতে শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে মাসের শেষ দিনে ৩১ জুলাই প্রবাসী আয়ের ডলারের মূল্য ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা বৃদ্ধি করে ১০৯ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রবাসী আয়ে প্রতি ডলারে সরকার প্রণোদনা দিচ্ছে ২ টাকা ৫০ পয়সা। এর ফলে প্রবাসীরা ১ ডলার দেশে পাঠালে পাবেন ১১১ টাকা ৫০ পয়সা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাইয়ে প্রবাসী আয় ১৯৭ কোটি ডলার

আপডেট সময় : ১০:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

ঢাকা: জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৫০৫ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা হিসাবে)। জুন মাসের তুলনায় জুলাইয়ে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কমেছে।

জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

মঙ্গলবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মো. সরোয়ার হোসেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত জুন মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২০ শতাংশ।

জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধির পর জুলাই মাসে প্রবাসী আয় কমতে শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে মাসের শেষ দিনে ৩১ জুলাই প্রবাসী আয়ের ডলারের মূল্য ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা বৃদ্ধি করে ১০৯ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রবাসী আয়ে প্রতি ডলারে সরকার প্রণোদনা দিচ্ছে ২ টাকা ৫০ পয়সা। এর ফলে প্রবাসীরা ১ ডলার দেশে পাঠালে পাবেন ১১১ টাকা ৫০ পয়সা।