সংবাদ শিরোনাম :
লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
- আপডেট সময় : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / 144
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাশার, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি গত ২৬ জুন দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। এসময় রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে আনন্দঘন সময় অতিবাহিত ও মতবিনিময় করেন এবং উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুদ্ধবিধবস্ত লিবিয়ার ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাসের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আলোচনার সময় রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী এবং বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে সহযোগিতার নতুন এলাকা অন্বেষণ করার জন্য গুরুত্বের উপর জোর দিয়েছেন। রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতাকে উন্নীত করতে এবং কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে উচ্চ পর্যায়ের পরিদর্শনের ব্যবস্থা করার গুরুত্বের উপর বেশী জোর দিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন, বিশেষ করে প্রস্তুত পোশাক, ওষুধ, চামড়া, প্লাষ্টিক ও পাটের মত এলাকায়। তিনি জাহাজ নির্মাণ, আইটি, এবং পর্যটনে সহযোগিতা করার উপরও জোর দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি নির্বাচন কমিশন, দুর্নীতি বিরোধী কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদির মত সার্বভৌম প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করার পরামর্শ দিয়েছেন। অবৈধ অভিবাসনের সমস্যা সমাধান করার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেছেন আলোচনায়। দেশটির রাষ্ট্রপতি সদয়ভাবে রাষ্ট্রদূতের গঠনমূলক মন্তব্য এবং প্রস্তাব স্বীকার করেন এবং প্রশংসা করেছেন, তিনি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে সম্পর্ক বাড়ানোর গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত কর্তৃক উত্থাপিত বিষয়গুলির উপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংম্লিষ্ট কর্মকর্তাদের আরো নির্দেশ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।