বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী
- আপডেট সময় : ১১:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / 190
আর মাহমুদ, বিশেষ প্রতিবেদক :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ চারদিনের সরকারী সফরে বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন। মন্ত্রীর সফরসঙ্গি হিসেবে থাকছেন তার স্ত্রী অধ্যাপক ড. নাসরীন আহমেদ এবং মন্ত্রীর সহকারী ব্যাক্তিগত সহকারী রাশেদুজ্জামান।
মালয়েশিয়ান এয়ারলাইন্সযোগে তারা ঢাকা ত্যাগ করবেন।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আহমেদ কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ রয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সুত্রে জানা গেছে। বৃহস্পতিবার তিনি কুয়ালালামপুরে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
শুক্রবার তিনি পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশান ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী ভি সিবাকুমারের সাথে পৃথক সৌজন্য সাক্ষাত করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনও পরিদর্শন করবেন।
শনিবার তিনি বিবিএফ আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
শনিবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সযোগে দেশের উদ্দেশ্যে রওনা করে রোববার দেশে পৌছাবেন তিনি।