সিরিয়ার কাছে বাংলাদেশের মানবিক সহায়তা হস্তান্তর
- আপডেট সময় : ০৯:১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / 127
ঢাকা: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিরিয়ার জনগণের জন্য দেওয়া মানবিক সহায়তা প্যাকেজ হস্তান্তর করা হয়েছে। ত্রাণ সহায়তা বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে সিরিয়ার দামেস্কে পৌঁছানোর পর তা হস্তান্তর করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বাংলাদেশের এই মানবিক সহায়তা প্যাকেজে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু ও শীতবস্ত্র রয়েছে। সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে যথাযথ সমন্বয় ও বিতরণের জন্য ত্রাণ সামগ্রীগুলো পরে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সিরিয়ার প্রতি গভীর সমবেদনা জানান। সিরিয়ায় সফলভাবে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য এএফডি, বিএএফ ও এমডিএমআর-এর সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় মানবিক সহায়তা প্যাকেজ পাঠানোর পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত। ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধার অভিযান এখনও চলছে।