শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিস :
Wellcome to our website...

টিউলিপ বাগানে মালদ্বীপের হাইকমিশনার

রিপোর্টার
আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগান পরিদর্শন করেছেন মালদ্বীপের হাইকমিশনার সিরুজিম্যাথ সামীর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় টিউলিপ বাগানে এসে পৌঁছান তিনি। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে হাইকমিশনের থার্ড সেক্রেটারি ফাথিম্যাথ মোহামেদ দিদিসহ কমিশনের প্রশাসনিক প্রটোকল অফিসার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক ও টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন জানান, বুধবার সকালে হাইকমিশনার তাদের সঙ্গে টিউলিপ বাগান ঘুরে দেখেন। এ সময় বাগানে টিউলিপ ফুলের সঙ্গে তার নিজের বেশ কিছু স্থিরচিত্র ধারণ করেন।

হাইকমিশনার সিরুজিম্যাথ সামীর বলেন, বাংলাদেশে টিউলিপ ফুটতে দেখে আমি বেশ খুশি। টিউলিপ বাগানটি খুব সুন্দর লেগেছে। বাংলাদেশে টিউলিপ বাগানের সফলতা কামনা করছি। টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।

এদিকে হাইকমিশনার উদ্যোক্তা দেলোয়ার হোসেনের কাছে ফুলের বীজ রোপণের সময়সীমা, ফুল ফোটার সময়, ব্যাপ্তি, আবাদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা কত ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। আগামী বছর ফুল ফোটার শুরুর দিকে তিনি বাগান দেখতে আসবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর