চট্টগ্রামে রি-কলিং টিকেট উন্মোচন
- আপডেট সময় : ০৫:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / 143
আগামী ১৭ই ফেব্রুয়ারি’২৩ইং তারিখে দ্যা কিং অফ চিটাগং এ “রি-কলিং চট্টগ্রাম” নামে এসএসসি ২০০০ ব্যাচ,চট্টগ্রাম গ্রুপের বন্ধুদের মহামিলন মেলা আয়োজন করতে যাচ্ছে। উক্ত মিলনমেলায় সকল বন্ধুদের অংশগ্রহণ করার লক্ষ্যে অদ্য ৫ই জানুয়ারি’২৩ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ওয়াসা কুটুম্ববাড়ী রেস্তোরাঁয় চট্টগ্রামের সকল এলাকা,স্কুল, থানা,উপজেলা ও জেলার বন্ধুদের মাঝে টিকেট উন্মোচন ও হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রোগ্রামের আয়োজকবৃন্দ।
পরিশেষে আয়োজকবৃন্দরা বলেন,”চল ঘুরে আসি বন্ধুদের মিলনমেলার প্রাণের উৎসবে” দ্যা কিং অফ চিটাগং” এ আগামী১৭ই ফেব্রুয়ারি’২৩ইং তারিখে।
উল্লেখ্য যে, সারাদেশে ব্যাচ ভিত্তিক সংগঠন গুলোর মধ্যে এসএসসি ২০০০ এর সংগঠনসমুহ বন্ধু ও সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে , তার মধ্যে এসএসসি ব্যাচ ২০০০ চট্টগ্রাম অন্যতম।