৬ জঙ্গী ৫ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৯:৫২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / 161
২ জানুয়ারি ২০২৩, সময় ৩:৫০ মিনিট
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধ আইনের মামলায় গ্রেপ্তার ছয় জঙ্গির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ জানুয়ারি) তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক রফিকুল ইসলাম। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- সৌদি প্রবাসী দল নেতা আব্দুর রউফ, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।
আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন >> সৌদি থেকে দেশে ফিরে সরাসরি জঙ্গি ক্যাম্পে
এর আগে রোববার (১ জানুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, অনলাইনে আল-কায়েদার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ‘কথিত জিহাদ’ করার পরিকল্পনা ছিল আব্দুর রউফের। সেই লক্ষ্যে সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়ি ফেরেননি। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান জঙ্গি ক্যাম্পে।
আল-কায়েদার সঙ্গে গ্রেপ্তার জঙ্গিদের কোনও যোগাযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আল কায়েদার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। গ্রেপ্তার জঙ্গিরা আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে। অনলাইনে বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে তারা মতাদর্শে উদ্বুদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
ঢাকাপোষ্ট.কম