ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে সামাজিক সংস্থার মাসব্যাপী বিজয় উৎসব

nurislam nahid
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 6
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

“সেবার মাঝে বিজয়ের প্রকাশ ” এই শ্লোগানকে ধারণ করে জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থার মাসব্যাপী ব্যতিক্রমী বিজয়োৎসব অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সেবা সংস্থা ” স্মাইল ট্রেনের” অর্থায়নে
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী কর্মসূচিতে রয়েছিল ১.বিনামূল্যে শিশু চিকিৎসা -সার্জারী, ২.ঔষধ ও উপহার প্রদান, ৩.ঠোঁট কাটা ও তালু কাটা রোগ নিয়ে সচেতনতা তৈরি, ৪.সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৫.শিশুদের মাঝে জাতীয় পতাকা বিতরণ ইত্যাদি।এই সেবাগুলোর পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও সেবামূলক নানা কর্মসূচি।
মাসব্যাপী বিজয় উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি নগরীর‌ মা ও শিশু হাসপাতালের হলরুমে উদ্বোধন হয়।‌ বিভিন্ন পর্বে শুরু হওয়া কর্মসূচিতে অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক লায়ন রকিবুল আমীন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, একুশের বাণী পত্রিকার সাংবাদিক মোবারক হুসাইন, লিও জেলা ৩১৫-বি-৪ এর সভাপতি ইরফান মোস্তফা, এটা কোন সমিতির চট্টগ্রামের অর্থ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, লিও ক্লাব সীতাকুণ্ডের পরিচালক ও দিশার যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সহ-সভাপতি (প্রশাসন) দিশারীয়ান প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ প্রমুখ।

” স্মাইল ট্রেনের “ব্যাবস্থাপক ” সাফাত খানের” সভাপতিত্বে ও শিশুর হাসি সামাজিক সংস্থার জেলা প্রতিনিধি এম এ ইলাহী আরাফাতের পরিচালনায় আরো অতিথি ছিলেন
লিও জেলা সহ সভাপতি আতিক শাহরিয়ার সাদীফ,জেলা সচিব ওমর ফারুক, অর্থ সচিব শওকত হোসেন,জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম, রোটারিয়ান আবু জাফর, দিশারীয়ান মোহাম্মদ লোকমান হোসাইন,যুব সংগঠক ওমর ফারুক, মানবিক মোঃ আবু তাহের, বিশ্বজিৎ মজুমদার, লিও মোঃ সোহেল, সমাজকর্মী শহিদুল ইসলাম উন্নয়ন কর্মী বখতিয়ার হোসেন,সংগঠক মুন্না, দিশারীয়ান নূর খান, লিও জিয়াউল হক আরিফ, সালাহ উদ্দীন রুবেল , আকরাম, সানিম,আফজাল সহ সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য মাসব্যাপী কার্যক্রমে সহযোগী হিসাবে ছিলেন লিও জেলা ৩১৫-বি-৪, লিও ক্লাব সীতাকুণ্ড, দিশারী যুব ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক, চাইল্ড বিডি, ইয়ুথ ক্লাব অফ চট্টগ্রাম সন্দ্বীপ সহ বিভিন্ন সংগঠন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামে সামাজিক সংস্থার মাসব্যাপী বিজয় উৎসব

আপডেট সময় : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

 

“সেবার মাঝে বিজয়ের প্রকাশ ” এই শ্লোগানকে ধারণ করে জাতীয় সেবা সংস্থা শিশুর হাসি সামাজিক সংস্থার মাসব্যাপী ব্যতিক্রমী বিজয়োৎসব অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সেবা সংস্থা ” স্মাইল ট্রেনের” অর্থায়নে
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী কর্মসূচিতে রয়েছিল ১.বিনামূল্যে শিশু চিকিৎসা -সার্জারী, ২.ঔষধ ও উপহার প্রদান, ৩.ঠোঁট কাটা ও তালু কাটা রোগ নিয়ে সচেতনতা তৈরি, ৪.সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ৫.শিশুদের মাঝে জাতীয় পতাকা বিতরণ ইত্যাদি।এই সেবাগুলোর পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও সেবামূলক নানা কর্মসূচি।
মাসব্যাপী বিজয় উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি নগরীর‌ মা ও শিশু হাসপাতালের হলরুমে উদ্বোধন হয়।‌ বিভিন্ন পর্বে শুরু হওয়া কর্মসূচিতে অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক লায়ন রকিবুল আমীন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, একুশের বাণী পত্রিকার সাংবাদিক মোবারক হুসাইন, লিও জেলা ৩১৫-বি-৪ এর সভাপতি ইরফান মোস্তফা, এটা কোন সমিতির চট্টগ্রামের অর্থ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, লিও ক্লাব সীতাকুণ্ডের পরিচালক ও দিশার যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সহ-সভাপতি (প্রশাসন) দিশারীয়ান প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ প্রমুখ।

” স্মাইল ট্রেনের “ব্যাবস্থাপক ” সাফাত খানের” সভাপতিত্বে ও শিশুর হাসি সামাজিক সংস্থার জেলা প্রতিনিধি এম এ ইলাহী আরাফাতের পরিচালনায় আরো অতিথি ছিলেন
লিও জেলা সহ সভাপতি আতিক শাহরিয়ার সাদীফ,জেলা সচিব ওমর ফারুক, অর্থ সচিব শওকত হোসেন,জেলা সমন্বয়ক জাহিদুল ইসলাম, রোটারিয়ান আবু জাফর, দিশারীয়ান মোহাম্মদ লোকমান হোসাইন,যুব সংগঠক ওমর ফারুক, মানবিক মোঃ আবু তাহের, বিশ্বজিৎ মজুমদার, লিও মোঃ সোহেল, সমাজকর্মী শহিদুল ইসলাম উন্নয়ন কর্মী বখতিয়ার হোসেন,সংগঠক মুন্না, দিশারীয়ান নূর খান, লিও জিয়াউল হক আরিফ, সালাহ উদ্দীন রুবেল , আকরাম, সানিম,আফজাল সহ সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য মাসব্যাপী কার্যক্রমে সহযোগী হিসাবে ছিলেন লিও জেলা ৩১৫-বি-৪, লিও ক্লাব সীতাকুণ্ড, দিশারী যুব ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক, চাইল্ড বিডি, ইয়ুথ ক্লাব অফ চট্টগ্রাম সন্দ্বীপ সহ বিভিন্ন সংগঠন।