দক্ষ কর্মসংস্থানে বাড়বে রেমিট্যান্স : মুনিরুছ সালেহীন
- আপডেট সময় : ০৯:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / 141
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, সংখ্যায় নয়, দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকার জোর দিতে চায় সরকার। সংখ্যা দিয়ে কর্মসংস্থানের সৃষ্টি হবে কিন্তু রেমিট্যান্স বাড়বে না।
বুধবার (২১ নভেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০২২ নিয়ে আয়োজিত অংশীজন সভায় এসব কথা বলেন সচিব মুনিরুছ সালেহীন।
প্রবাসী কল্যাণ সচিব বলেন, আমি নাম্বারে বিশ্বাসী নই। ১১ লাখ, ১১ কোটি। আমরা কোয়ালিটিতে জোর দেই। কর্মসংস্থানের গুনগত মান বাড়াতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে।
সচিব তার বক্তব্যে একইসঙ্গে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা ‘র সমালোচনা এবং প্রশংসা করেন। তিনি বলেন, অভিবাসনে সবচেয়ে গুরত্বপূর্ণ অংশীদারের দিক থেকে এক নাম্বার হলো বায়রা। এদের নিয়ে অনেক সমালোচনা আছে, আপত্তি আছে। বায়রাকে নিয় আমাদের অনেক পযবেক্ষণ আছে। কিন্তু তারা যে অবদান রেখেছে এটা নিয়ে আমার দ্বিমত নেই।
মুনিরুছ সালেহীন বলেন, এদেশে ১ কোটি ৩০ বা ৪০ লাখ বিদেশ গিয়েছে, এদের মধ্যে বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) কতজন পাঠিয়েছে। বোয়েসেল কম কর্মী পাঠিয়েছে। তবে তারা সংখ্যায় না পারলেও কোয়ালিটি করতে পেরেছেন। এটাও কিন্তু গুরত্বপূর্ণ। অভিবাসনে বায়রার সংখ্যাতাত্ত্বিক গুরত্ব অনেক। বর্তমানে দেশে বায়রার ২ হাজার ২০০ এজেন্ট আছে।
অংশীজন সভায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন এনজিও ও সংগঠনের উপস্থিতিতে সচিব বলেন, দেশের যে কয়টা বিষয় নিয়ে গর্ভ করতে পারে তার মধ্যে একটি হচ্ছে, ভাইব্রেন্ট সিভিল সোসাইটি। অভিবাসনের ক্ষেত্রে সিভিল সোসাইটি খুব ভাইব্রেন্ট। আমাদের যে ভিশন এটাকে পূরণ করতে হলে এ পার্টনারশীপটাকে সঠিকভাবে লালন করতে হবে। আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান বক্তব্য দেন।