দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে খুন
- আপডেট সময় : ০৬:২৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / 287
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৯ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকায় রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের আলী আহম্মদের ছেলে আব্দুর রহিম (৩৫)।
নিহতের বড় ভাই সেলিম জানান, রহিম প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানেই সে বিয়ে করেছে। একপর্যায়ে আফ্রিকার উজালা অঞ্চলে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে।
তিনি আরও জানান, শনিবার রাতে কয়েকজন অস্ত্রধারী দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে খুন করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু বলেন, রোববার দুপুরে আব্দুর রহিমের মৃত্যুর খবর শুনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে কিছু জানায়নি।