সংবাদ শিরোনাম :
বিদায় নিলেন দোরাইস্বামী
- আপডেট সময় : ০৪:৫১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / 151
প্রায় দুই বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি নিজেই টুইট করে বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।
টুইটে দোরাইস্বামী লিখেছেন, আমাদের প্রতিদিনের প্রেরণা…আমরা যে পতাকা পরিবেশন করি। বিদায় টিম ভারতীয় হাইকমিশন ঢাকা। এই পতাকাকে উড্ডীন রাখুন।
এর আগে, সম্প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দোরাইস্বামী।
দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। শিগগিরই সেখানে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
এ দিকে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় আসেন হাইকোমিশনার বিক্রম দোরাইস্বামী।