টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন
- আপডেট সময় : ১২:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / 222
প্রেস রিলিজ ঢাকাঃ ৯ সেপ্টেম্বর ২০২২ (শুক্রবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। আজ দুপুরে মন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০১ তম শাখার উদ্বোধন করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।বৈশ্বিক মন্দা ও করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় প্রবাসীদের প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন।তিনি বলেন, এই ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যে ললক্ষাধিক প্রবাসী কর্মী এর সেবা গ্রহণ করেছে। বিদেশ গামী কর্মীদের ঋণ প্রদানসহ বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক ভাবে পুনর্বাসনে ভুমিকা রাখছে। অনুষ্ঠানে মন্ত্রী বৈদেশিক কর্মসংস্থানে দালানের দৌরাত্ম ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মনিরুছ সালেহীন। তিনি বলেন, প্রবাসী কর্মীরা দেশের দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারও তাদের কল্যাণে সর্বদা নিয়োজিত রয়েছে। প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক পূনর্বাসনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। তিনি আরো বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক সেবার মান ও ধরন বৃদ্ধি করে প্রবাসী কর্মীদের কল্যাণ সাধনই আমাদের অঙ্গীকার। গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ইলিয়াস হোসেন সরদার প্রমুখ। এর আগে মন্ত্রী সকাল দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।পুস্পস্তবক অর্পণ শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহধর্মিণী ড. নাসরীন আহমদ, সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন। মোহাম্মদ রাশেদুজ্জামান মন্ত্রীর সহকারী একান্ত সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়