সংবাদ শিরোনাম :
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত
- আপডেট সময় : ১২:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / 470
সভাপতি মইন উদ্দিন সম্পাদক শিহান
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর ২০২২-২০২৩ সেবাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং মিসরাই এর সাবেক সভাপতি ও লায়ন জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন লায়ন ইলিয়াস সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপার্সন লায়ন তাহের আহম্মদ, অনুষ্ঠানে অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। অনুষ্ঠানে আগামী লায়ন সেবা বর্ষ ২০২২-২৩ এর জন্য লায়ন মোঃ মইন উদ্দিন মনি কে সভাপতি, লায়ন তাওসিফ ইমরাজ শিহানকে সম্পাদক , লায়ন কামরুল আলম কে ট্রেজারার ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলো প্রেসিডেন্ট এডভাইজার লায়ন প্রফেসর ডঃ কামাল উদ্দিন , মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন তাহের আহমেদ, এল সি আই এফ কো-অডিনেডটর লায়ন ইলিয়াছ সিরাজী, সার্ভিস চেয়ারপার্সন লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল ,মার্কেটিং চেয়ারপার্সন লায়ন ডাঃ এস এ ফারুক, কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন রাশেদুল বারী শিবলু , ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন জয়নুল আবেদীন চৌধুরী, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন রাখাল চন্দ্রনাথ , ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, যুগ্ম সম্পাদক লায়ন ফেরদৌস কবির মিশু, সহ-সম্পাদক লায়ন ওয়াহিদ উল্লাহ জয়েন্ট ট্রেজারার লায়ন শহিদুল ইসলাম , অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার লায়ন জামাল উদ্দিন সেফটি অফিসার লায়ন রাশেদুল হাসান মামুন, টেইল টুইস্টার লায়ন মেহেদী হাসান চৌধুরী, জয়েন্ট টেইল টুইস্টার লায়ন লিঠন কান্তি দাস, ক্লাব ট্রেমার লায়ন ডাঃ প্রদীপ কুমার নাথ, জায়েন্ট ক্লাব ট্রেমার লায়ন শওকত আকবর সোহাগ, অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর পক্ষ থেকে স্পন্সরকৃত লিও ক্লাব অফ চিটাগাং মিরসরাই এর চাটার প্রেসিডেন্ট লিও মোঃ শওকত হোসেন লিও জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট কাউন্সিল এর কেবিনেট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। লায়ন্স ক্লাব অফ চিটাগাং মিরসরাই এর বোর্ড অফ ডিরেক্টর পূর্ণ গঠন করে ক্লাব ডিরেক্টর লায়ন তাহের আহমেদ লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন কে করা হয়।