সংবাদ শিরোনাম :
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৮:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / 425
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
লিবিয়ার ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৪ এপ্রিল দূতাবাস প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে চিকিৎসকদের মাধ্যমে উপস্থিত সাধারণ প্রবাসীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এবং জটিল রোগে আক্রান্ত প্রবাসীদেরও চিকি?সাসহ নানা স্বাস্থ্যগত পরামর্শ দেয়া হয়।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান উপস্থিত প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
রাষ্ট্রদূত সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, অনেক সময় প্রবাসীরা ভাষাগত জটিলতা ও অর্থাভাবে চাহিদামত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাই দূতাবাসের এ উদ্যোগ তাদের জন্য চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছে।
রাষ্ট্রদূত আরও জানান, লিবিয়া প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের উদ্যোগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় দূতাবাস প্রাঙ্গণে প্রতি মাসে দুইদিন বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। এ সময় তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানান। এদিকে, সেবা প্রত্যাশী প্রবাসীরা বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা ও ওষুধপত্র পেয়ে দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বিজ্ঞপ্তি