নড়িয়ায় বেসরকারি হাসপাতাল উদ্বোধন করলেন উপমন্ত্রী শামীম
- আপডেট সময় : ০৯:৫৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / 244
শরীয়তপুরের নড়িয়ায় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার ভূমখাড়া ইউনিয়নের কদমতলা বাজারে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতাল উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি বলেন,করোনাকালে ডাক্তারের কাছে রোগী নয়,রোগীর কাছে ডাক্তার এই শ্লোগান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা করেছেন এই হাসপাতালের পরিচালক ডাঃ শওকত আলী।যখন মানুষ নিজের আপন ভাই কে অসুস্থ হলে কাছে যেতে ভয় পেতো,আপন মা বাবাকে পর্যন্ত অসুস্থ হওয়ার কারণে অনেকে কাছে যায়নি।ঠিক সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নড়িয়া সখিপুরে ডাক্তারী সেবা নিশ্চিত করে মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিয়েছি।আর এতে ব্যাপক ভূমিকা নিয়েছে ডাঃ শওকত আলী সহ তার একটি টিম। তাই আমি চাই সামনে যাতে তার এই হাসপাতাল যেনো মানুষের পাশে থেকে কল্যানের সাথে কাজ করে। শরীয়তপুরের মধ্যে অনেক গুলো হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে কিন্তু মানুষ সব হাসপাতাল এবং সব ডাক্তারের কাছে যায়না। কারন সেবা সব যায়গায় ভালো নয়,যেগুলো ভালো সেখানেই রোগী বেশি যাবে।তাই আমি চাই প্রতিযোগিতা করবে তবে সেটা ব্যবসার জন্য নয়,মানুষের সেবার জন্য প্রতিযোগিতা করবে। আর যদি গরীব অসহায় মানুষের জন্য সেবার মান ভালো হয় ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যতটুকু সম্ভব আমি এ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করবো।আমি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করিনা,তবে এ প্রতিষ্ঠান করোনাকাল থেকে এখনও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা থেকে শুরু করে ঔষধ দেয়া পর্যন্ত সেবা করে যাচ্ছে বলে আমি জেনেছি।তাই এ প্রতিষ্ঠান থেকে যেনো মানুষ আরও সেবা পেতে পারে সেই প্রত্যাশায় আমি এ হাসপাতাল উদ্বোধন করতে এসেছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল,সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন মোল্লা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসাইন খান, এবং ইম্পেরিয়াল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ শওকত আলী সহ অন্যান্যরা।