আমিরাতে প্রবাসীদের জন্য দুবাই কনস্যুলেটের ইফতার
- আপডেট সময় : ০৯:৪১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 203
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এতে আজমান ও উম্ম আল কুইয়ান প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
‘দুয়ারে কনস্যুলেট’ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির সিআইপি। ইফতার মাহফিল বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী আব্দুল গফুর।
প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, প্রবাসীদের সেবা দিতে বাংলাদেশ কনস্যুলেট সব সময় মুখিয়ে আছে। আমরা বন্ধের দিনও বিশেষ ব্যবস্থায় কনস্যুলেটে জরুরি সেবার ব্যবস্থা করেছি। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। বাংলাদেশ সরকার নির্দেশ দিয়েছে প্রবাসীদের যথাযথ সেবা পৌঁছে দেওয়ার।
দোয়া ও ইফতার মাহফিলে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশিসহ আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসী সাংবাদিকরা অংশগ্রহণ করেন।