সুদানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির প্রস্তাব
- আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / 192
ঢাকা: কৃষি, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি, বিনিয়োগ-বাণিজ্যে সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ সুদানকে চুক্তির প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা সফররত দক্ষিণ সুদানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ সুদান সরকারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় দক্ষিণ সুদানের প্রতিনিধি দলকে স্বাগত জানান। বৈঠকে ড. মোমেন পরামর্শ দেন- উভয় দেশ কৃষি, ওষুধ, আইসিটি খাতে সহযোগিতা বাড়াতে পারে। দক্ষিণ সুদান চাইলে বাংলাদেশের তৈরি জাহাজ পেতে পারে বলেও জানান তিনি।
দক্ষিণ সুদানের প্রতিনিধিদল বিশেষ করে- স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সামাজিক উন্নয়ন, কৃষি, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং জাতিসংঘ শান্তিরক্ষার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগের ওপর জোর দেয়।
প্রসঙ্গত, দক্ষিণ সুদান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর এটি। প্রতিনিধি দলে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।