আগামী ১০ ডিসেম্বর বায়রা দ্বি বার্ষিক নির্বাচন
- আপডেট সময় : ০৯:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / 21
বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) দ্বি বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বায়রা নির্বাচন বোর্ড গত শুক্রবার বায়রা দ্বি বার্ষিক নির্বাচনী পুন:তফসিল ঘোষণা করেছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হারুনুর রশিদ বায়রা নির্বাচনী পুন:তফসিল মোতাবেক নির্বাচনে অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য ভোটারদের সহযোগিতা কামনা করেছেন। বায়রা নির্বাচন বোর্ডের অন্যান্য সদস্যরা হচ্ছেন, আবু বকর সিদ্দিক ও মাজহারুল ইসলাম। নির্বাচন পুন:তফসিল অনুযায়ী আগামী ২৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩ নভেম্বর মনোনয়ন পত্র বিতরণ, ৯ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোট গ্রহণ এবং ১১ ডিসেম্বর নির্বাচিত ২৭ সদস্যদের মধ্যে অফিস বিয়ারার গঠন করা হবে।