২০২৩ সালে ৩৯৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল রোমানিয়া
- আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
- / 169
ইউরোপ এবং সেনজেনভুক্ত দেশে প্রবেশের জন্য স্বপ্নদ্বার হিসেবে পরিচিত রোমানিয়া। বর্তমানে ইউরোপগামী বাংলাদেশিদের তরুণদের জন্য স্বপ্নের দেশ হিসেবে বেশ আলোচনায়ও রয়েছে দেশটি। তবে গত বছরে বাংলাদেশিদের বড় দুঃসংবাদ দিয়েছে রোমানিয়া। দেশটি থেকে ২০২৩ সালে প্রায় ৪০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) ইনফোমাইগ্রেন্টস থেকে এ তথ্য জানা গেছে।
রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষ ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, তারা গত বছরে বিভিন্ন দেশের এক হাজার ২২২ জনকে অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।
সাম্প্রতিক সময়ে পশ্চিম ইউরোপের সমৃদ্ধ দেশগুলোতে প্রবেশের জন্য রোমানিয়ার সীমান্তে অভিবাসীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। দেশটিতে অনেকে বলকান রুট দিয়ে ভ্রমণের চেষ্টা করেন। সেনজেন ও হাঙ্গেরিতে প্রবেশের জন্য এটি অবাধ বিচরণের ক্ষেত্র হিসেবে পরিচিতি পেয়েছে।
দেশটিতে অনেকে কাজের বৈধ ভিসা নিয়ে আসেন। এরপর তারা একটা সময় পরে নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য সমৃদ্ধ দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন। চলতি বছরে আংশিকভাবে সেনজেনের সীমানাভুক্ত হবে দেশটি।
গত ১৬ জানুয়ারি রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ অফিস জানিয়েছে, ২০২৩ সালে সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে তারা। দেশটি এ বছর ৩৯৭ বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠিয়েছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। গেল বছরে ১৫৪ জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। আর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নেপাল। দেশটির ১২৩ নাগরিক ফেরত পাঠিয়েছে রোমানিয়া।