সংবাদ শিরোনাম :
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী
- আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / 581
সৌদি আরবের এক নারী একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেছেন। কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে প্রাকৃতিকভাবেই ওই শিশুদের জন্ম হয় বলে বুধবার সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১২ বছর ধরে চিকিৎসকার পর ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানের জন্ম দেন বলে জানা গেছে। ওই নারী ও সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় খুদে ব্লগিং সাইট টুইটারে এই খবর শেয়ার করেছে।
তবে সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।