বুলগেরিয়া ও ভিয়েতনামে বাংলাদেশের জয়
- আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / 307
জেডব্লিউটিএস (জুনিয়র ওয়ার্ল্ড টেনিস সিরিজ) এর ব্যবস্থাপনায় বুলগেরিয়ার আলবেনায় অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান স্প্রিং ওপেন ২০২৩’ টেনিস প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে বালক ও বালিকা দুটি ইভেন্টেই বাংলাদেশ জয় লাভ করেছে। প্রতিযেগিতায় বুলগেরিয়া, তানজানিয়া, বাংলাদেশ ও রোমানিয়া হতে অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে।
বালিকা বিভাগে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-০, ৬-০ গেমে বুলগেরিয়ার এমা নিকোল উরদেনোভাকে এবং বালক বিভাগে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৪-৬, ৭-৬, ১০-৮ গেমে বুলগেরিয়ার রাফায়েল নাদালশেভকে পরাজিত করে।
ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ২ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সকালে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার সিদ্ধার্থ জগোদিশকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার জগোদিশের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে জয়ী হন। বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়া জোদিকে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার জোদির কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫৫ চালে জয়ী হন।
আগামীকাল তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ড মাস্টার সোয়ামস মিশ্রার সাথে ও চতুর্থ রাউন্ডের ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার নবেন্দ্র প্রিয়াসমোরোর সাথে খেলবেন। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ২ জন ক্যান্ডিডেট মাস্টার এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।