ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আরতাসের’ যাত্রা শুরু অনুষ্ঠানে শিমুল: ‘স্কীল ডেভেলপড করতে না পারলে আমরা এই ট্রেড থেকে হারিয়ে যাবো’ লিবিয়া থেকে খালী হাতে ফিরেছে ১৬২ হতভাগ্য বাংলাদেশী মালয়েশিয়ার উড়োজাহাজে উঠতে না পারা প্রতারিত শ্রমিকরা কত টাকা ফেরত পাচ্ছেন? জনশক্তি ব্যুরোর ২১ কর্মচারীকে বদলী ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ী চার বঙ্গকন্যা আটলান্টিক মহাসাগর থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার আইজিপি পদে আরো এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ১৮ জুলাইয়ের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ড

বুলগেরিয়া ও ভিয়েতনামে বাংলাদেশের জয়

  • আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / 307
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেডব্লিউটিএস (জুনিয়র ওয়ার্ল্ড টেনিস সিরিজ) এর ব্যবস্থাপনায় বুলগেরিয়ার আলবেনায় অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান স্প্রিং ওপেন ২০২৩’ টেনিস প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে বালক ও বালিকা দুটি ইভেন্টেই বাংলাদেশ জয় লাভ করেছে। প্রতিযেগিতায় বুলগেরিয়া, তানজানিয়া, বাংলাদেশ ও রোমানিয়া হতে অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। 

বালিকা বিভাগে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-০, ৬-০ গেমে বুলগেরিয়ার এমা নিকোল উরদেনোভাকে এবং বালক বিভাগে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৪-৬, ৭-৬, ১০-৮ গেমে বুলগেরিয়ার রাফায়েল নাদালশেভকে পরাজিত করে।

ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ২ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সকালে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার সিদ্ধার্থ জগোদিশকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার জগোদিশের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে জয়ী হন। বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়া জোদিকে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার জোদির কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫৫ চালে জয়ী হন।

আগামীকাল তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ড মাস্টার সোয়ামস মিশ্রার সাথে ও চতুর্থ রাউন্ডের ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার নবেন্দ্র প্রিয়াসমোরোর সাথে খেলবেন। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ২ জন ক্যান্ডিডেট মাস্টার এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুলগেরিয়া ও ভিয়েতনামে বাংলাদেশের জয়

আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

জেডব্লিউটিএস (জুনিয়র ওয়ার্ল্ড টেনিস সিরিজ) এর ব্যবস্থাপনায় বুলগেরিয়ার আলবেনায় অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান স্প্রিং ওপেন ২০২৩’ টেনিস প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে বালক ও বালিকা দুটি ইভেন্টেই বাংলাদেশ জয় লাভ করেছে। প্রতিযেগিতায় বুলগেরিয়া, তানজানিয়া, বাংলাদেশ ও রোমানিয়া হতে অনূর্ধ্ব-১২ বছরের বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। 

বালিকা বিভাগে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-০, ৬-০ গেমে বুলগেরিয়ার এমা নিকোল উরদেনোভাকে এবং বালক বিভাগে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ৪-৬, ৭-৬, ১০-৮ গেমে বুলগেরিয়ার রাফায়েল নাদালশেভকে পরাজিত করে।

ভিয়েতনামের হ্যানয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান পূর্ণ ২ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সকালে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার সিদ্ধার্থ জগোদিশকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার জগোদিশের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে জয়ী হন। বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সেতইয়াকি আজারইয়া জোদিকে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার জোদির কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫৫ চালে জয়ী হন।

আগামীকাল তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ড মাস্টার সোয়ামস মিশ্রার সাথে ও চতুর্থ রাউন্ডের ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার নবেন্দ্র প্রিয়াসমোরোর সাথে খেলবেন। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ২ জন ক্যান্ডিডেট মাস্টার এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।