বিপিএলে কুমিল্লার সাথে চুক্তিবদ্ধ হলো ইউএস-বাংলা
- আপডেট সময় : ১২:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / 478
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর সাথে দেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর কর্পোরেট অফিসে ১২ জানুয়ারী, বুধবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. জে. মোঃ মাইনুল ইসলাম (অবঃ) ও কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল এ কে এম জাকি (অবঃ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক- জনসংযোগ জনাব মোঃ কামরুল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর ম্যানেজার জনাব আহসান উল্লাহ হাসান। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের স্বার্থে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে জনপ্রিয় করার প্রত্যাশা থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স চলতি প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ানন্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।