মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন
নোটিস :
Wellcome to our website...

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকবে তুরস্ক

রিপোর্টার
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

ঢাকা: কাউন্টার টেরোরিজম এবং সিকিউরিটি কো-অপারেশন নিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বৈঠক করেন। বৈঠক শেষে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কাউন্টার টেরোরিজম এবং সিকিউরিটি কো-অপারেশন নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর ট্রেনিং এবং সাইবার সহযোগিতা আরও বাড়াতে চায় তুরস্ক। এ নিয়ে তুরস্কের মন্ত্রীর সাথে আলাপ হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশে একদিনের সফরে আসেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। তিনি সকালে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পর বিকেলে ঢাকায় আসেন। বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর ডা. এনামুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। শনিবার রাতেই তিনি ঢাকা ছাড়বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর