কলোম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০
- আপডেট সময় : ০৫:১৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / 144
EDITORS NOTE: Graphic content / Rescuers remove a victim from the wreckage of a bus after an accident on the Pan-American Highway in Altos de Penalisa, near the city of Pasto, in the Colombian department of Narino, on October 15, 2022. - At least 20 people died and 15 others suffered injuries Saturday when a bus overturned in southwestern Colombia, police said. (Photo by Leonardo CASTRO / AFP)
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
শনিবার (১৬ অক্টোবর) কলোম্বিয়ার দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
আল জাজিরার খবরে বলা হয়, বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন আলবার্টল্যান্ড আগুডেলো জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে।
তদন্তকারীরা ধারণা করছে বাসটির কারিগরি ত্রটির কারণে এ ঘটনা ঘটতে পারে।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে অতিরিক্ত গণ কুয়াশার কারণে এবং বাঁকাপথ হওয়ায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।