১৩ জেলায় নতুন ডিসি
- আপডেট সময় : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / 557
সরকার ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম আল-আমিন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের দেওয়ান মাহবুবুর রহমান নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাফিসা আরেফিন নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনিরা বেগম ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকারের উপ-পরিচালক এ কে এম গালিব খান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মজিবর রহমানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।